জলি এলএলবি ৩-এর টিজার: সুভাষ কাপুরের অক্ষয় কুমার এবং আরশদ ওয়ারসি অভিনীত জলি এলএলবি ৩-এর টিজার মঙ্গলবার মুক্তি পেয়েছে। জলি এলএলবি সিরিজের তৃতীয় কিস্তিতে প্রথম দুটি ছবির দুই জলি আদালতে মুখোমুখি হচ্ছেন, যা বিচারপতি ত্রিপাঠী (সৌরভ শুক্লার চরিত্র)-কে বেশ বিরক্ত করছে।
জলি এলএলবি ৩-এর ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মেয়রুটের অ্যাডভোকেট জগদীশ ত্যাগী, অর্থাৎ জলি (আরশদ অভিনীত) এর সঙ্গে। এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় কানপুরের জগদীশ্বর মিশ্র, অর্থাৎ দ্বিতীয় জলি (অক্ষয় অভিনীত) এর সঙ্গে। মেয়রুটের জলি সকলকে আশ্বস্ত করে যে সে বদলে গিয়েছে, কিন্তু কানপুরের জলি আদালতে তার বিরোধিতা করে তার পরিকল্পনায় বাধা দেয়। সঙ্গে দেখা যায়, সৌরভ শুক্লা অভিনীত বিচারপতির চরিত্রটিও।
দুই জলির মুখোমুখি দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। একজন ইউটিউবে মন্তব্য করেছেন, ‘এটি হেরা ফেরি, খট্টা মিঠা, দে দানা দান-র মতোই এপিক হতে চলেছে।’
আরেকজন লিখেছেন, ‘অক্ষয় + আরশদ + সৌরভ = ফাটাফাটি বিনোদন।’ তৃতীয়জন আবার মস্করা করে মন্তব্য করেন, ‘এই ছবি দেখার পরেই আমি এলএলবি করছি।’ কিছু ভক্ত টিজার দেখে এটিকে ‘বছরের হাস্যরসাত্মক ব্লকবাস্টার’ বলেও অভিহিত করেছেন। ভূমি পেডনেকার ইনস্টাগ্রামে মন্তব্য করেছেন, ‘Tooooooooooooo good!!!’ চিত্রাঙ্গদা সিং হাততালির ইমোজি দিয়েছেন।
জলি এলএলবি ৩ সম্পর্কে
জলি এলএলবি (২০১৩) এবং জলি এলএলবি ২ (২০১৭)-এর সিকুয়েল হল জলি এলএলবি ৩। আরশদ প্রথম ছবিটিতে অভিনয় করেছিলেন, আর অক্ষয় দ্বিতীয় ছবিটিতে। এটি প্রযোজনা করেছেন অরুণা ভাটিয়া, ডিম্পল খারবান্দা এবং নরেন কুমার। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা জলি এলএলবি ৩। সৌরভ বিচারপতি সুন্দরলাল ত্রিপাঠির চরিত্রে অভিনয় করেছেন, যিনি আগের দুটি ছবিতেই ছিলেন।