জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্রত বা উৎসবে যদি দুর্লভ যোগ তৈরি হয়, তাহলে তার থেকে শুভ কিছু হয় না। এদিকে, রাত পোহালেই ২০২৫ গুরু পূর্ণিমা। আর আষাঢ় মাসের এই গুরু পূর্ণিমার দিনে তৈরি হতে চলেছে গুরু আদিত্য যোগ। ১০ জুলাই পড়ছে গুরু আদিত্য যোগ। তার প্রভাব সব রাশিতেই পড়ছে তবে কিছু রাশিতে এর প্রভাব বেশি পড়বে। বিশেষ ৩ রাশিতে এই গুরু আদিত্য যোগের শুভ প্রভাব সবচেয়ে বেশি। কারা লাকি? দেখে নিন।
কন্যা
কর্মস্থল ও কাজের দিক থেকে এই কন্যা রাশির জাতক জাতিকারা গুরু আদিত্য যোগের ফলে লাভ পেতে পারেন। আপনি এই সময় কাজের দিক থেকে ভালো সাফল্য পাবেন। এই সময় আপনার সামাজিক জীবন ভালোর দিকে যাবে। নতুন নতুন কোনও সংযোগ তৈরি হবে। আপনি বন্ধু ও সহকর্মীদের থেকে ভালো সহযোগিতা পাবেন। নতুন নতুন রোজগারের সুযোগ পেতে থাকবেন। যা আপনার আর্থিক ভাগ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে। নিজের পরিচয়কে পোক্ত করার জন্য এই সময় খুবই শুভ। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো।
সিংহ
আপনাদের জন্য গুরু আদিত্য যোগ খুবই শুভ। আপনার আয় ও লাভের ভাবে এই যোগ তৈরি হবে। আপনি বিনিয়োগের দিক থেকেও লাভ পাবেন। কোথাও টাকা বিনিয়োগ করলে লাভ পেতে পারেন। এছাড়াও দীর্ঘ মেয়াদি কোনও টার্মে যদি বিনিয়োগ করেন, তাহলে তুমুল লাভ পাবেন। সময়ে সময়ে ব্যবসায়ীরা কোনও বড় ডিল করতে পারেন। সন্তানের সঙ্গে জড়িত কোনও দিক থেকে ভালো লাভ পাবেন।
বৃষ
গুরু আর সূর্য আপনার রাশিতে ধন সম্পত্তির স্থানে যুতি তৈরি করছেন। এই সময়ে হঠাৎ করে আপনার হাতে কিছু টাকা আসতে পারে। সঙ্গীত বা সাহিত্য বিষয়ক দিক থেকে আপনার রুচি বাড়তে পারে। আপনি আপনার সঙ্গীতের জন্য প্রশংসা পেতে পারেন। শুভ কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই সময় ব্যবসায়ীরা ঋণ নেওয়া টাকা পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)