ফের শোকের ছায়া চলচ্চিত্র জগতে। ৭০ দশকের জনপ্রিয় অভিনেত্রী নাজিমা চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৭ বছর। নাজিমার মৃত্যুর খবর সমাজ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর আত্মীয়া জরিন বাবু।
নাজিমা সম্পর্কে
১৯৪৮ সালের ২৫ মার্চ জন্ম হয় নাজিমার। পরিচালক বিমল রায়ের হাত ধরে রুপোলি পর্দায় প্রবেশ করেন তিনি। শিশু শিল্পী হিসাবে প্রথম কাজ শুরু তাঁর। একের পর এক ছবিতে কখনও বোনের চরিত্রে, কখনও আবার বন্ধুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তেমনভাবে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ না পেলেও চিরকাল পার্শ্বচরিত্রে অভিনয় করেই মানুষের মন জিতে ছিলেন নাজিমা।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ ছবিতে অভিনয় করেছিলেন নাজিমা। এটাই তাঁর অভিনীত প্রথম ছবি। এরপর বিমল রায়ের ‘দেবদাস’ ছবিতে পারো - এর ছোটবেলার চরিত্রে অভিনয় করে পরিচালকদের নজরে এসেছিলেন তিনি।
‘দো বিঘা জমিন’ এবং ‘দেবদাস’ ছাড়াও ‘বিরাজ বহু’, ‘অ্যায় দিন বাহার কে’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী। রাজেশ খান্নার সঙ্গে অউরত এবং ডোলি ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
‘অ্যায় দিন বাহার কে’ ছবিতে আশা পরেখের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রী ছবিতে হেমা মালিনীর বান্ধবী চরিত্রে অভিনয় করেছিলেন নাজিমা। নিশান সিনেমায় সঞ্জীব কাপুরের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। রাজ কাপুর প্রযোজিত ‘আব দিল্লি দুর নেহি’ ছবিতেও কাজ করেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ২৫ মার্চ নাসিকে জন্ম হয়েছিল নাজিমার। নাজিমার এক আত্মীয় হুসন বানো বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা আসপি ইরানিকে। হুসোন বানো বলিউডের নামিদামি অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন।
বর্তমানে মুম্বইয়ে দাদার এলাকায় দুই ছেলের সঙ্গে থাকতেন অভিনেত্রী। সোমবার সমাজ মাধ্যমের হাত ধরে সকলের সামনে উঠে এল অভিনেত্রীর মৃত্যু সংবাদ। শেষ হয়ে গেল এক অধ্যায়ের।