মা কালী নাকি কৃষ্ণ, কে বড়? কার শক্তি বেশি? শাক্ত না বৈষ্ণব? দুই ভক্তের এই লড়াই রূপ নেবে কোন যুদ্ধের? সান বাংলায় আসতে চলেছে বৃন্দাবন বিলাসিনী। ধারাবাহিকটির প্রমো দেখেই দুই ভাগে ভাগ হয়ে গেলেন নেটিজেনরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে বৃন্দাবন বিলাসিনী ধারাবাহিকের প্রমো। প্রমো শুরু হতেই কৃষ্ণপ্রেমী বিনুকে দেখতে পাওয়া যাচ্ছে কীর্তন গাইতে। মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম ছড়িয়ে দিতে সদা তৎপর সে। এই বিনু ওরফে সুদীপ্তা রায় বিয়ে করে আসবে বিত্তশালী একটি পরিবারের।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
বিনুর স্বামীর নাম কৃষ। কৃষ ওরফে রাহুল গঙ্গোপাধ্যায় ওষুধ নিয়ে গবেষণা করে। বিনুর শাশুড়ি মা অর্থাৎ তুলিকা বসু একজন কালী ভক্ত। পরিবারের ওপর, বিশেষ করে ছেলের ওপর তাঁর প্রভাব অপরিসীম। মা কালীর থেকেও নিজের মাকে বেশি বিশ্বাস করে কৃষ।
এমত অবস্থায় কৃষ্ণকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করে বিনু। বৌমাকে প্রথম দেখাতেই শাশুড়ি জানিয়ে দেন কোনওভাবেই বাড়িতে কৃষ্ণ পুজো করা যাবে না। তবে শাশুড়ির সেই আদেশ মানতে নারাজ বৌমা। বরং শাক্ত এবং বৈষ্ণব, দুজনেই ঈশ্বরের দুই রূপ এমনটাই মত তার।
শাশুড়ির আদেশ অমান্য করায় কোন ঝড় নেমে আসবে বিনুর জীবনে? স্বামীকে কি পাশে পাবে সে? সে কি পারবে শাশুড়ির মন জয় করতে? একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে সান বাংলায় আসতে চলেছে ‘বৃন্দাবন বিলাসিনী’। প্রমো প্রকাশ্যে এনে সান বাংলার তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভক্তিই কি হয়ে উঠবে ভালোবাসার পথের কাঁটা? আসছে বৃন্দাবন বিলাসিনী শুধুমাত্র সান বাংলায়।’
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
ধারাবাহিকের প্রমো মুক্তি পেতেই কমেন্ট বক্সে নেটিজেনরা জানিয়েছেন নিজেদের মন্তব্য। কেউ কেউ বলছেন, ‘বৈষ্ণব বাড়িতেই বরং কালী জায়গা পায় না। উল্টোটাই হয়। এখানে সেটা দেখানো হচ্ছে না।’ একজন মন্তব্য করে লিখেছেন, ‘অনেক জায়গায় কিন্তু রাধাকৃষ্ণের সঙ্গেই মা কালী একইসঙ্গে পূজিত হন।’ কেউ কেউ আবার হাস্যরসের ভঙ্গিতে কমেন্ট করে লিখেছেন, ‘কোনও এক এপিসোড নায়িকা হাড়ি কাঠ থেকে বলির পাঁঠা তুলে নেবে কনফার্ম। তারপর বলবে, নাকি সন্তানের বলি চায় গো?’