২০২৫ সালে একাধিক রাশির উপর শনিদেব প্রভাব ফেলতে চলেছেন। বলা হচ্ছে, শনির সাড়েসাতি, ঢাইয়ার প্রভাব বহু রাশিতে পড়তে চলেছে।
শনির সাড়েসাতির কবলে পড়বেন কারা?
জ্যোতিষমতে শনিদেবের প্রভাব ব্যাপক রয়েছে রাশিফলের ওপর। শনি দেবের অবস্থানের ওপর নির্ভর করে বহু রাশির জাতক জাতিকার অবস্থান। বহু রাশিরই স্বামী গ্রহ শনি। আবার গোচরের ফলে বহু রাশিতে প্রবেশ করেন শনিদেব। এমতাবস্থায় ২০২৫ সালে একাধিক রাশির উপর শনিদেব প্রভাব ফেলতে চলেছেন। বলা হচ্ছে, শনির সাড়েসাতি, ঢাইয়ার প্রভাব বহু রাশিতে পড়তে চলেছে।
শনির সাড়েসাতি ২০২৫:
শনিদেব যখনই নিজের রাশি বদল করে, তখনই তার প্রভাব সব রাশিতে পড়ে। ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবে শনি। এটি গুরুর রাশি। এরফলে মকর রাশির উপর শনির শেষ পর্যায়ের সাড়েসাতি যেটি চলছে, তা শেষ হবে। রাশি মুক্তি পাবে। ২০২৫ সালে শনি মীনে প্রবেশ করতেই মেষ রাশির উপর সাড়েসাতির প্রথম ধাপ তৈরি হবে। এছাড়াও মীন রাশি ও কুম্ভ রাশির উপর যেমন শনির সাড়েসাতি চলছে, তেমনই চলবে। ২০২৫ সালে কুম্ভ, মীন, মেষ রাশিতে শনির সাড়েসাতি চলবে। সব কাজে দুর্ভাগ্য বারবার বাধা প্রদান করবে। ধন লাভের সুযোগ সীমীত হবে। চাকরিতে ভালো সুযোগ নষ্ট হবে, কোনও কোনও কাজে চেষ্টা করেও সাফল্য মিলবে না।