জঙ্গলমহলে ভোরে উঠতে চলেছে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতিটি কেন্দ্র থেকে ৮০০ মেগাওয়াট করে, অর্থাৎ মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘বাংলার উন্নতি হলে দেশেরও উন্নতি হবে’, শালবনিতে মমতার পাশে বার্তা জিন্দালের
জানা গিয়েছে, এই প্রকল্প সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে (PPP মডেল) বাস্তবায়িত হবে। খুব শিগগিরই দরপত্র আহ্বান করে বিনিয়োগকারীদের আহ্বান জানানো হবে। মন্ত্রীর মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এই কেন্দ্রগুলো কম জ্বালানিতে বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমানো যাবে। শালবনিতেই কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন সমান ক্ষমতার দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র, যা বর্তমানে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। নতুন কেন্দ্র যুক্ত হলে জঙ্গলমহল অঞ্চলের মোট উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এটি রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এদিন আরও জানান, মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। এই কেন্দ্রের বিশেষত্ব হলো, এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বাড়াবে এবং জ্বালানি সাশ্রয় করবে।