বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসেন তাঁর অতিরিক্ত রাগের কারণে। কখনও ছবি শিকারীদের উদ্দেশ্যে বলে ফেলেন কটু কথা, কখনও ভক্তদের দেখলেই রেগে যান। তবে এবার জয়া বচ্চন যা করলেন তা শুনলে চমকে যাবেন আপনি।
বিগত কয়েক মাসে জয়া বচ্চন বহুবার বহু মানুষের উপর রেগে গিয়েছেন। স্ত্রীর এই ব্যবহারে লজ্জায় পড়তে হয় গোটা পরিবারকে। যদিও তাতে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ অমিতাভ পত্নী। ছবি শিকারী থেকে সহকর্মী, জয়া বচ্চন কখন কার সঙ্গে কী ব্যবহার করে বসেন তা কেউ বলতে পারে না।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
তবে এবার অমিতাভ পত্নী যা করে বসলেন, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি (তিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই জয়া বচ্চনের সেলফি নিতে এগিয়ে যান তাঁর কাছে। অভিনেত্রীর অনেকটা কাছাকাছি আসতেই ব্যাপারটা খেয়াল করেন তিনি।
ভক্তের সঙ্গে সেলফি তোলা তো দূর, এইভাবে অনুমতি ছাড়া কাছে আসতেই ভীষণভাবে রেগে যান জয়া। সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেন সেখান থেকে। ওই ব্যক্তিও অপ্রস্তুত হয়ে সরে যান। উপস্থিত সকলেই ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়েন গোটা ঘটনায়।
এই ঘটনাটি ঘটেছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়ার পাশাপাশি সেখানে উপস্থিত থাকতে দেখা যায় শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও। ব্যাপারটা ঘটার পরেই জয়া স্বাভাবিক হলেও বাকিরা কিছুটা ইতস্তত বোধ করতে থাকেন।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
ভিডিয়ো ছড়িয়ে পড়তেই জয়ার এই ব্যবহার নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ওই ব্যক্তির উদ্দেশ্যেও অনেকে বলেন, ‘জয়া বচ্চনের ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ কেউ আবার জয়াকে ভীষণভাবে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন। সবমিলিয়ে নিজের মেজাজের জন্য আবারও খবরের শিরোনামে উঠে এলেন জয়া বচ্চন।