ভিন রাজ্যে রুজি-রুটির সন্ধানে গিয়ে চরম বিপাকে পড়লেন বসিরহাটের এক বাঙালি শ্রমিক। অভিযোগ, বাংলাদেশি নাগরিক সন্দেহে তাঁকে গত ২১ দিন ধরে আটকে রেখেছে তামিলনাড়ু পুলিশ। আটক হওয়ার পর থেকে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যর। ফলে বাড়িতে নেমে এসেছে গভীর উদ্বেগ।
আরও পড়ুন: আড়াই লক্ষ টাকার বাস ভাড়া করে আতঙ্কে হরিয়ানা থেকে কোচবিহারে ফিরলেন ১০৩ শ্রমিক
আটক শ্রমিকের নাম রাজীব শেখ, টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাড়িতে স্ত্রী মনোয়ারা বিবি ও তিন সন্তান রয়েছেন। প্রায় পাঁচ বছর আগে জীবিকার তাগিদে রাজীব চলে যান তামিলনাড়ুর পেরেমবালা থানা এলাকার একটি ইটভাটায় কাজ করতে। এতদিন কোনও সমস্যা না হলেও, হঠাৎ করেই ২২ জুলাই সবকিছু বদলে যায়। পরিবারের অভিযোগ, সেদিন সন্ধ্যায় আচমকা পুলিশ ইটভাটায় গিয়ে রাজীবসহ আরও কয়েকজনকে থানায় নিয়ে যায়। এরপর থেকেই তিনি আর বাড়িতে ফোন করতে পারেননি। রাজীবের স্ত্রী জানান, স্বামীর সহকর্মীদের কাছ থেকে শুনেছেন, বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করা হয়েছে। অথচ টাকি পুরসভার স্থায়ী বাসিন্দা। সমস্ত বৈধ পরিচয়পত্র দেখানোর পরও ছাড়া হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, স্বামীকে যেন নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হয়।
রাজীবের বড় ছেলে জাহিদুল ইসলাম শেখ আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু বাংলায় কথা বলছে বলেই বাবাকে আটক রাখা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, তামিলনাড়ু পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। রাজীবের সমস্ত পরিচয়পত্র ও প্রমাণপত্র পাঠানো হচ্ছে। খুব দ্রুত তাঁকে মুক্ত করে বাড়ি ফেরানো সম্ভব হবে।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে ভিন রাজ্যের শ্রমিকদের ওপর কড়া নজরদারি চালাচ্ছে তামিলনাড়ু প্রশাসন। বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে নেওয়া এই পদক্ষেপে অনেক সময় নিরীহ শ্রমিকও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। রাজীবের পরিবার ও প্রতিবেশীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, নিরপরাধ একজনকে এতদিন আটকে রাখা মানবাধিকারের লঙ্ঘন। যত দ্রুত সম্ভব রাজীবকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।