২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নারকীয় সন্ত্রাসী হানার পরই কূটনৈতিক আঙিনা থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করে ভারত। পাকিস্তানের বুকে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি শিবির। ঘটনা ঘিরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সদ্য পাকিস্তান থেকে সিন্ধুর জল নিয়ে আসছে হামলার হুমকি। এরই মাঝে প্রকাশ্যে এসেছে ভারতের সঙ্গে পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচের খবর। এশিয়া কাপ মূলত, ৮ দলের টুর্নামেন্ট। আর সেখানে ভারতীয় টিমকে খেলার অনুমোদন দিয়েছে বিসিসিআই। এই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ভারতের এশিয়া কাপের ম্যাচ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট স্টার হরভজন সিং।
( Pak PM Shehbaz Sharif: ‘পাকিস্তান থেকে এক ফোঁটা জলও..’, হুমকি দিতে পিছিয়ে থাকলেন না পাক PM শেহবাজও!)
ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে তিনবার একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। গ্রুপ পর্বের ম্যাচটি ১৪ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। যদি তারা এতদূর এগিয়ে যায়, তাহলে দুই দল সুপার ৪ এবং ফাইনালে মুখোমুখি হবে।
এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে গিয়ে, ভারতের টার্বোনেটার বলেন, ‘তাদের বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। এটা এতটাই সহজ। আমার কাছে, সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই সৈনিক, যাঁর পরিবার প্রায়শই তাঁকে দেখতে পায় না, যাঁদের কেউ কেউ নিজের জীবন উৎসর্গ করেন এবং কখনও বাড়ি ফিরে আসেন না - তাঁদের আত্মত্যাগ আমাদের সকলের জন্য এত বিশাল। এর তুলনায়, এটি (ক্রিকেট ম্যাচ) একটি খুব ছোট জিনিস, আমরা একটি ক্রিকেট ম্যাচ খেলা বাদ দিতে পারি না! এটি একটি খুব ছোট বিষয়।’