অবশেষে ডার্বি নিয়ে জল্পনার অবসান।১৭ আগস্ট অর্থাৎ রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি। এবার ডার্বির উত্তেজনার পারদ আরও চড়ছে । কারণ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে কলকাতার দুই প্রধান-ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ। ফলে মোহনবাগান–ইস্টবেঙ্গলের মধ্যে একটা টিম ছিটকে যাবে ডুরান্ড কাপের শেষ চারের ম্যাচের আগেই।
রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে দেখা যাবে কলকাতা ডার্বি ।ওই দিন সন্ধ্যে ৭টায় মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ও আইএসএলের জোড়া খেতাবজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি, যারা গত ডুরান্ড কাপেও কোয়ার্টার ফাইনালে উঠে হেরে গিয়েছিল।তবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চায়নি ইস্টবেঙ্গল বা মোহনবাগান ম্যানেজমেন্ট। তারা চেয়েছিল সেমিফাইনাল বা ফাইনালে ডার্বি খেলতে। কিন্তু ডুরান্ড সংগঠকরা ডার্বি করানো নিয়ে ঝুঁকি নিতে চাননি। কোয়ার্টারে যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে কেউ হারত, তাহলে ডার্বিই হতো না।তবে ২০ আগস্ট ফের কলকাতার দুই টিমের লড়াই হতে পারে সেমিফাইনালে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার জিতলে যুবভারতীতে সেমিফাইনালে লড়াই একই শহরের দুই টিমের।১৬ আগস্ট অন্য দুই কোয়ার্টার ফাইনালের একটিতে মুখোমুখি লাজং এফসি ও ইন্ডিয়ান নেভি। ওইদিনই শেষ আটের আর একটি ম্যাচে নামবে নর্থইস্ট ইউনাইটেড ও বোরোল্যান্ড এফসি।
অন্যদিকে, ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ২৪টি দলকে ভাগ করা হয়েছিল ছয়টি গ্রুপে। প্রতিটা গ্রুপের শীর্ষে থাকা দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। কলকাতার দলগুলির মধ্যে যোগ্যতা অর্জন করেছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। বাকি তিনটি জায়গা পেয়েছিল শিলং লাজং এফসি, জামশেদপুর এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।মঙ্গলবার বাকি দুই জায়গা চূড়ান্ত হয়েছে। শেষ আটে জায়গা করে নিয়েছে বোড়োল্যান্ড আর ইন্ডিয়ান নেভি।
মঙ্গলবার বিকেলে মুখোমুখি হয়েছিল ট্রাউ এফসি এবং ইন্ডিয়ান নেভি। এই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ইন্ডিয়ান নেভি। ২৯ মিনিটে ট্রাউ-এর হয়ে গোল করেন নেলসন। কিন্তু হাল ছাড়েনি নেভি। দ্বিতীয়ার্ধে নাটকীয় ভাবে কামব্যাক করে তারা। ৫ মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচ জেতে নেভি। ৮৭ মিনিটে সমতা ফেরান পিন্টু। ইনজুরি টাইমে নেভির হয়ে জয়সূচক গোলটি করেন শ্রেয়স। ম্যাচ জিতে কোয়ার্টারে জায়গা করে নেয় ইন্ডিয়ান নেভি। এদিকে, আর একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল বোড়োল্যান্ড এফসি ও আইটিবিপি এফটি।এই ম্যাচে দাপুটে জয় তুলে নেয় বোড়োল্যান্ড। ৪-০ গোলে জয় পায় তারা। প্রথমার্ধেই তিন গোল তুলে নেয় বোড়োল্যান্ড। স্কোরশিটে নাম তোলেন টিমোথি, পেদ্রো এবং গগস্বর। ৮২ মিনিটে চতুর্থ গোলটি করেন আবদুল। এই জয়ের ফলে শেষ আটে যাওয়া নিশ্চিত হয় বোড়োল্যান্ডের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।