দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। শেষ কয়েক মাস ছিলেন ভীষণ অসুস্থ। অবশেষে ৮৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাসন্তী চট্টোপাধ্যায় সর্বশেষ অভিনয় করেছিলেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ব্রজবালা দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে মাঝে মাঝেই অসুস্থতার কারণে বিরতি নিতে হত তাঁকে। সুস্থ হতেই আবার ফিরে আসতেন কাজে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
ক্যানসারে আক্রান্ত বাসন্তী দেবীর বুকে পেসমেকার বসানো ছিল। এছাড়াও কিডনি খারাপ ছিল তাঁর। মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন তিনি। চলত দামি দামি ইঞ্জেকশন। এই সবকিছু চিকিৎসার খরচের বহন নিজেই করতেন তিনি।
তবে শেষ ছয় মাস একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বাড়িতেই থাকতেন তিনি। শেষের দিকে শারীরিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছিলেন তিনি। গৃহসহায়িকার কথায়, প্রচন্ড শারীরিক কষ্ট নিয়ে ইহলোক ছেড়ে গিয়েছেন অভিনেত্রী। ওপারে তিনি যেন ভালো থাকেন, এই কামনাই করেন তিনি।
মঙ্গলবার রাতে বাসন্তী দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নিমেষে। খবর শুনেই শোকের ছায়া ছড়িয়ে পড়ে গোটা টলিউড জুড়ে। খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করেছেন একাধিক তারকা। এবার শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বুধবার X হ্যান্ডেলে প্রবীণ অভিনেত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের মহাপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প এবং বিনোদন জগতের একে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তাঁর বন্ধুবান্ধব, পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
প্রসঙ্গত, বর্তমানে ছোট পর্দায় কাজ করলেও একসময় বড় পর্দায় চুটিয়ে কাজ করেছিলেন বাসন্তী দেবী। ‘মঞ্জুরি অপেরা’ থেকে শুরু করে ‘ঠগিনী’, একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন উত্তম সুচিত্রার সঙ্গেও। ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’,' ভুতু'- এর মতো প্রচুর ধারাবাহিকে ঠাকুমা অথবা দিদিমার রোলে অভিনয় করেছিলেন তিনি।