‘অপারেশন সিঁদুর’র এক প্রস্থ জবাব পেয়েছে পাকিস্তান। এরপরও মুনিরের সেনা ফের একবার ভারতে হানা দেওয়ার চেষ্টা করেছিল। এমনই দাবি করেছে ‘ইন্ডিয়া টুডে’র রিপোর্ট। ১৩ অগস্ট সকালে জম্মু ও কাশ্মীরের বারামুলায় পাকিস্তানের তরফে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে খবর। এর মোক্ষম জবাব দেয় ভারতও। জানা যাচ্ছে ঘটনায় ১ জন সৈনিকের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে এলাকার টিক্কা পোস্টের কাছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট টিমের সক্রিয়তা ছিল বলে খবর। উপস্থিতির খবর রয়েছে জঙ্গিদেরও।
উল্লেখ্য, গতকালই ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আমেরিকার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এরপর আসে যৌথ বিবৃতি। সেখানে ‘সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই’ র ভূয়সী প্রশংসা করে ট্রাম্পের আমেরিকা। এরপর দিন বুধের সকালেই ভারতের ভূস্বর্গে হানার চেষ্টা করে পাকিস্তান।
এদিকে, আজ বুধবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় উরি সেক্টরে পাকিস্তান সীমান্তে এই অনুপ্রবেশের চেষ্টায় মোক্ষম জবাব দিয়েছে ভারত। সেই সময় এক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে খবর। তবে সেবিষয়ে সেনার তরফে কোনও তথ্য আসেনি। ‘ইন্ডিয়া টুডে’এর এক প্রতিবেদন অনুসারে, উরি থানার আওতাধীন ১৬ শিখ এলআই (০৯ বিহার অ্যাডভান্স পার্টি) এর এরিয়া অফ রেসপন্সিবিলিটি (AOR) এ এই হামলা হয়। আপাতত সেখানে গুলির সংঘাত চলছে।
( Pak Spy: পাক গুপ্তচরবৃত্তির বিস্ফোরক অভিযোগ! ধৃত DRDOর গেস্ট হাউজ ম্যানেজার)
( Asia Cup 2025:‘দেশ আগে, ক্রিকেট তো তুলনায়..’, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে কী বললেন হরভজন?)
( Pak Spy: পাক গুপ্তচরবৃত্তির বিস্ফোরক অভিযোগ! ধৃত DRDOর গেস্ট হাউজ ম্যানেজার)
ইন্ডিয়া টুডে-র খবর বলছে, পাকিস্তানের সেনার ব্যাট টিমকে ব্যবহার করে জঙ্গিরা ভারতের ফরোয়ার্ড পোস্টে হানা দেওয়ার চেষ্টা করে। জানা যাচ্ছে, এইভাবে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। অনুপ্রবেশকারীরা কোনও অন্ধকার এলাকার মধ্যে লুকিয়ে বলে খবর। সেখানেই তারা গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকালই বারামুলায় ভারতীয় সেনার এক জওয়ান শহিদ হন। এদিকে, তারপরই আজ চরমে উত্তেজনা পাকিস্তান-ভারত সীমান্তে।
এদিকে, কাশ্মীরে চলছে অপারেশন আখাল। সেখানে জঙ্গিদের সঙ্গে সেনার গুরুতর গুলির যুদ্ধ চলছে। কিছুদিন আগেই অপারেশন মহাদেবে শ্রীনগরের কাছে ৩ পাক জঙ্গিকে নিকেশ করে সেনা। তাদের সঙ্গে পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার যোগ রয়েছে।