সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার ভারতীয় দলের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের কাছে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে অল্পের জন্য হেরে যায় ভারতের মেয়েরা। শেষ বলের থ্রিলার জিতে ইংল্যান্ড সিরিজ হারের ব্যবধান কমিয়ে ২-৩ করে।
বার্মিংহ্যামে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শেফালি বর্মা।
ওপেন করতে নেমে শেফালি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ব্যক্তিগত ৭৫ রানে আউট হন। ৪১ বলের মারকাটারি ইনিংসে শেফালি ১৩টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৪ রান করেন উইকেটকিপার রিচা ঘোষ। স্মৃতি মন্ধনা ৮, জেমিমা রডরিগেজ ১, হরমনপ্রীত কৌর ১৫, হার্লিন দেওল ৪, দীপ্তি শর্মা ৭, রাধা যাদব অপরাজিত ১৪ ও অরুন্ধতী রেড্ডি অপরাজিত ৯ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করা ৫ ব্যাটার কারা?
ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ২৩ রানে ৩টি উইকেট দখল করেন। ২৮ রানে ২টি উইকেট নেন সোফি একলেস্টান। ১টি করে উইকেট নেন এম আর্লট ও লিনসে স্মিথ। উইকেট পাননি ইসি ওং।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড একসময় ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলে ফেলে। অর্থাৎ, শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল তাদের। শেষ ওভারে অরুন্ধতী রেড্ডি ২টি উইকেট তুলে ম্যাচ উত্তেজক করে তোলেন। শেষ বলে ১ রান নিয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ইংল্যান্ড। অর্থাৎ, তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৮ রান সংগ্রহ করে নেয়।