আগামী ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন বাংলা ছবি ‘ডিয়ার মা’। ছবিতে শিশু শিল্পী ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ছবির জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। এবার এই ছবিটি নিয়ে একেবারে অন্যরকম একটি পোস্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘অর্ধাঙ্গিনী ২’ ছবিতে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। তবে এবার নিজের সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হননি তিনি, বরং একটি শিশুর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় পরিচালককে।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
কৌশিক গঙ্গোপাধ্যায় ‘ডিয়ার মা’ সিনেমার শিশু শিল্পীর ছবি শেয়ার করে লেখেন, ‘বহুবছর অনেক শিশু শিল্পীদের সঙ্গে কাজ করেছি। কখনো মুগ্ধ হয়েছি তাদের কখনো মুগ্ধ হয়েছি তাদের প্রতিভায় , কখনো মন ভরেনি কল্পনার চরিত্রের সাথে মেলাতে না পেরে। স্নেহে আদরে অভিনয়ের সেসব ঘাটতি শেষমেশ ঢেকেই গেছে চিরকাল।’
কৌশিক লেখেন, ‘তবে অনেকদিন পর সিনেমার পোস্টারে, প্রচারে একটা বাচ্চার মুখ আমায় থমকে দিয়েছে! বারবার দেখছি মুখটা! চেনা মুখ তবু খালি চোখে তো এমন দেখিনি! এতো প্রাণ! এতো উজ্জ্বল! এতো নিঃসঙ্গ! গল্প জানিনা তবু আটকে আছি ওর সরল হাসিতে! ভালো নাম অহনা। বড় পর্দার চেয়েও অনেক বড় হোক ওর জীবন। অনেক আদর পাঠালাম ওকে।’
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
কৌশিক গঙ্গোপাধ্যায় লেখাটি শেয়ার করে মানালি দে, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং ইন্দ্রনীল রায়কে ট্যাগ করেছেন। শিশুটির সরলতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একমত হয়েছেন বহু মানুষ। অনেকে আবার ‘ডিয়ার মা’ ছবিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।