মোহিত সুরির ছবি 'সাইয়ারা' বক্স অফিসে যে দারুণ ব্যবসা করছে তা তো বলাই বাহুল্য। ছবিটি কেবল সপ্তাহের ছুটির দিনগুলোতেই নয়, বাকি দিনগুলিতেও ভালো আয় করছে। মঙ্গলবার ছবিটির আয় বেড়েছে। ছবিটি মোট ২৬৬ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: 'আমি আলোকবর্ষাকে প্রচন্ড ভালোবাসি…', তথাগতর প্রেমিকা প্রসঙ্গে কেন এমন বললেন দেবলীনা?
আরও পড়ুন: মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দ্দিনী' রূপে ফের দেখা যাবে পায়েলকে! জানেন কোন চ্যানেলে?
ছবিটি বিশ্বব্যাপী দারুণ আয় করে চলেছে। ছবিটি বিশ্বব্যাপী ৪০৪ কোটি টাকা আয় করেছে। যশ রাজ ফিল্মস তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছে যে, এটা ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী প্রেমের গল্প। এই পোস্টটি শেয়ার করে তারা লিখেছেন, 'সাইয়ারা' সব জায়গায় সবার মন জয় করছে।
আরও পড়ুন: দুর্গার রূপে কোয়েল, অন্নপূর্ণা বেশে তৃণা! স্টার জলসার মহিষাসুরমর্দ্দিনীতে বড় চমক ‘গীতা’ হিয়ার
'সাইয়ারা' ইতিমধ্যেই বলিউডের বহু ছবির রেকর্ড ভেঙেছে। শাহিদ কাপুরের ‘কবির সিং’কে প্রায় ছুঁয়ে ফেলেছে। এমনকী এই ছবি আমির খানের 'সিতারে জমিন পার'-এর আয়কেও ছাপিয়ে গিয়েছে। 'সিতারে জামিন পর'-এর আয় প্রায় ২৬৪ কোটি টাকা, 'সাইয়ারা' সেই আয়কেও ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘পাঁচ বছর পর আবার অন্য মহিলার সঙ্গে...’, দিদি নম্বর ১-এর মঞ্চে কাকে কটাক্ষ করলেন শকুন্তলা?
আরও পড়ুন: 'গরীবের লাপাতা লেডিস…', জি বাংলার নতুন মেগা 'কনে দেখা আলো'র প্রোমো প্রকাশ্যে আসতেই ট্রোল নেটিজেনদের
এর পাশাপাশি এই ছবিটি ‘আশিকি ২’, ‘মার্ডার ২’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘এক ভিলেন’ ইত্যাদির মতো অন্যান্য প্রেমের ছবিগুলির আয়কেও পিছনে ফেলে দিয়েছে। প্রথম দিনে ২১.২৫ কোটি আয় করেছিল এই সাইয়ারা। মাত্র ৪ দিনে এটি ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল।
আরও পড়ুন: এবার বলিউডে দেব? ‘আরও ভালো ভালো কাজ করতে…’, ঘন ঘন মুম্বই যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন নায়ক
আরও পড়ুন: 'এই জন্মে শুভশ্রী তাঁর নাম থেকে আমাকে সরাতে পারবে না…', হঠাৎ কেন এমন বললেন দেব?
'সাইয়ারা'-এর কথা বলতে গেলে, এতে ‘বাণী’ একজন সাংবাদিক এবং কৃষ একজন উচ্চাকাঙক্ষী গায়ক। তাদের দু'জনেরই জগৎ হঠাৎ করেই মিলে যায়। তারা প্রেমে পড়ে। ছবিটিতে একটি আবেগঘন প্রেমের গল্প দেখানো হয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এই ছবির হাত ধরেই অনন্যা পান্ডের ভাই আহান পান্ডে ডেবিউ করেছেন। তাঁর বিপরীতে নায়িকা অনীত পান্ডাও নবাগত।