হিন্দুস্তান টাইমসকে স্বরা বলেন, ‘এই বছরটা খুবই ব্যস্ততা মধ্যে কেটেছে। আমি বিয়ে করেছি এবং ১০ মাসের মধ্যে একটা বাচ্চাও হয়েছে। আপনি যদি কথা বলতেন আমি গত বছরের অক্টোবরেও আমার সঙ্গে কথা বলতেন, তখনও আমি জানতাম না যে আমি তিন মাস পরেই ফাহাদকে বিয়ে করব। ভগবান দেতা হ্যায় তো ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়’।
স্বরা ও ফাহাদের মেয়ে রবিয়া রমা
ফাহাদকে বিয়ের ৬ মাসের মাথায় মা হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। মেয়ের নাম রেখেছেন রাবিয়া রমা আহমেদ। এদিকে আবার ৬দিনের মেয়েকে কোলে নিয়ে হিন্দু রীতি মেনে ষষ্ঠপুজোর অনুষ্ঠানেও সামিল হতে দেখা গিয়েছে স্বরা ও ফাহাদকে। ভালোবাসা ধর্মের বেড়াজাল মানে না, দেখিয়ে দিয়েছেন স্বরা-ফাহাদ। এখন স্বরা বলছেন, ‘আমাদের মেয়ে হিন্দু ও মুসলিম দুই দুনিয়াতেই সেরা হবে।’
হিন্দুস্তান টাইমসকে স্বরা বলেন, ‘এই বছরটা খুবই ব্যস্ততা মধ্যে কেটেছে। আমি বিয়ে করেছি এবং ১০ মাসের মধ্যে একটা বাচ্চাও হয়েছে। আপনি যদি কথা বলতেন আমি গত বছরের অক্টোবরেও আমার সঙ্গে কথা বলতেন, তখনও আমি জানতাম না যে আমি তিন মাস পরেই ফাহাদকে বিয়ে করব। ভগবান দেতা হ্যায় তো ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়’। স্বরার কথায়, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে স্বতঃস্ফূর্তভাবে আমার নিজের একটা সন্তান হয়েছে, আমি সত্যিই ভাবিনি যে এটা ঘটবে!'
এদিনে মেয়েকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টেও লেখেন, তাঁদের মেয়ে হল ‘mish mash’। স্বরা লেখেন, ‘সমস্ত শিশুরা তাঁদের বাবা-মায়ের প্রতিফলন, ওরা তাঁদের পিতামাতার মূল্যবোধের সঙ্গে বেড়ে ওঠে। রাবিয়া উভয় জগতের সর্বোত্তম অধিকারী হবে। ওর মনে দুই ধরণের বিশ্বাসেরই প্রবেশাধিকার থাকবে। এটি ভারতবর্ষ বিবিধ ধর্ম ও জাতির দেশ। আসলে, দুই পরিবার ওর জন্মের পরে কথা বলছিল তখন জানা গেল যে ছটি (শিশুর জন্মের ষষ্ঠ দিন) পালন হিন্দু ও মুসলমান উভয়ের ক্ষেত্রেই এক। আমি মনে করি এটি সুন্দর। আমরা শুধুই পার্থক্যের উপর ফোকাস করি , কিন্তু অনেক মিল আছে। আপনি যখন কোনোও এজেন্ডা নিয়ে পার্থক্য খুঁজবেন, তখন আপনি শুধুই আবর্জনা খুঁজে পাবেন।’