বিগত বেশ কয়েকদিন ধরে বাংলা ছবিকে বাঁচানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন টলিউডের গণমান্য ব্যক্তিত্বরা। দুই দফায় চলছিল আলোচনা। অবশেষে এবার বাংলা ছবিকে বাঁচানোর জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে দিনে অন্ততপক্ষে একটি বাংলা ছবি দেখাতেই হবে। সারা বছর অর্থাৎ ৩৬৫ দিন ওই একই নিয়ম জারি থাকবে। প্রাইম টাইমে অন্তত একটা ছবি দেখাতেই হবে বলে নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফ থেকে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
বুধবার রাজ্যের তথ্য এবং সংস্কৃতি বিষয়ক দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাজ্যের প্রত্যেক সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে সারা বছর অর্থাৎ ৩৬৫ দিন প্রাইম টাইমে একটি বাংলা ছবি দেখাতেই হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রাইম টাইম বলতে বোঝায় দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত সময়কে। এই সময়ের মধ্যেই বেশিরভাগ দর্শক হলমুখী হন। বাংলা ছবিকে বাঁচানোর জন্যই তাই এই নির্দিষ্ট সময়ে একটি করে বাংলা ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই আইন সংশোধন করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে আপাতত এই নির্দেশিকা কার্যকর করা হবে, যতদিন না নতুন নির্দেশিকা জারি হচ্ছে।
প্রসঙ্গত, এই নির্দেশিকা জারি হওয়ার পর আর হিন্দি অথবা দক্ষিণী ছবির চোখ রাঙানি সহ্য করতে হবে না বাংলা ছবিকে। বাংলায় বাংলা ছবিকে যে সমস্যার সম্মুখীন এতদিন হতে হত, তার থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া গেল। এই পদক্ষেপ আগামী দিনে বাংলা ছবির জন্য খুবই কার্যকর এবং উপকারী হবে বলে মনে করছেন টলিউডের গণমান্য ব্যক্তিত্বরা।