দলের গোষ্ঠীকোন্দলের জেরে এবার প্রকাশ্য মঞ্চ থেকে সরাসরি খুনের হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে স্পষ্ট করে দিলেন, মাথা গরম হয়ে গেলে ভাঙড় বা সাঁইথিয়ার মতো ঘটনা ঘটাতে পারেন তিনি। হুমায়ুনের এই বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে দল কোনও পদক্ষেপ করে কি না সেটাই দেখার।মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে হুমায়ুন কবির বলেন, ‘পাঁচ বছর ধরে তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি। অনেক কিছু লক্ষ্য করছি। কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে। ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি এই জেলার নেতাদের। সংযত থাকুন। সংযত না থাকলে কিন্তু পরিণতি খুব খারাপ জায়গায় যাবে। আমাদের পিছনে লাগতে আসবেন না। আমরা কারও পিছনে লাগতে যাই না।’এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি দলের জেলা সভাপতিকে আক্রমণ করে হুমায়ুন বলেন, এসবের মূল্যায়ণ হওয়া উচিত। লোকসভা ভোটে জেলা সভাপতি নিজের ওয়ার্ডে ৩ নম্বর হয়েছেন। তাদের লক্ষ্য হল কী ভাবে পদ আঁকড়ে থাকব। তেল দিয়ে, ‘ভুল তথ্য দিয়ে ক্ষমতা কী করে আঁকড়ে থাকব। এটাই তো তাদের উদ্দেশ। দ্বন্দ রয়েছে সেটা সবাই জানে। সেই দ্বন্দ মাত্রা অতিক্রম করলে কী হতে পারে সবাই জানে। ভাঙড়, সাঁইথিয়ায় যা হয়েছে সেটা যেন মুর্শিদাবাদে না হয়। এটাই আমি আগাম সতর্ক করছি।’