ধারাবাহিক এবং বড় পর্দার সুপরিচিত একজন অভিনেতা চন্দন সেন। চিরকালই অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সম্প্রতি ধারাবাহিকেই বেশি অভিনয় করেন চন্দন, তাহলে কী বড় পর্দা থেকে আর ডাক আসছে না তাঁর কাছে?
সম্প্রতি incodametrotv - এর তরফ থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় চন্দন সেনকে তাঁর কাজ এবং চরিত্র নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা গিয়েছে। কেন বড় পর্দায় অভিনয় করতে তাঁকে দেখা যায় না সেইভাবে, সে কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
চরিত্র বাছাই নিয়ে কথা বলতে গিয়ে চন্দন সেন বলেন, ‘চরিত্র বাছাই করার মতো অর্থনৈতিক অবস্থা আমার নেই। আমি যে চরিত্র বাছাই করব সেই অবস্থা আমার নেই। তবে অবশ্যই ভবিষ্যতে যদি তেমন কোনও চরিত্র আমার কাছে আসে, যা আমি একেবারেই করতে চাই না তখন আমি না বলে দেবো।’
বড় পর্দায় অভিনয় করা নিয়ে অভিনেতা বলেন, ‘আমাকে সিরিয়াল বাঁচিয়ে রাখে। সিনেমা আমায় ডাকে না। ২০২৪ সালের যত সিনেমার রেজিস্ট্রেশন হয়েছে ২০২৫ সালে তার সংখ্যা অনেক কম। তাই কাজ আছে বা কাজ হচ্ছে এই কথাটা বলা ঠিক হবে না।’
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
অভিনেতার এই মন্তব্যের সমর্থনে কমেন্ট বক্সে মন্তব্য করেছেন বহু মানুষ। কেউ কেউ লিখেছেন, ‘আপনি সব থেকে আন্ডাররেটেড বাঙালি অভিনেতা।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যি বাংলায় কোনও কাজ নেই। বাংলা সিনেমাও চলে না।’ কেউ আবার অভিনেতার কথার অবিশ্বাস করে লিখেছেন,' আপনারা সবাই ভিকটিম কার্ড খেলেন। আপনি অবশ্যই অনেক বড় অভিনেতা কিন্তু আপনিও ওই একই কাজ করছেন।'
প্রসঙ্গত, ‘তীরন্দাজ শবর’, ‘বাড়িওয়ালি’, ‘লাঠি’, ‘আবার ব্যোমকেশ’, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’, ‘কিডন্যাপ’, ‘ব্যোমকেশ ফিরে এল’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন চন্দন রায়। এই মুহূর্তে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনয় করছেন তিনি।
সিরিয়ালে স্বতন্ত্রর দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে চন্দন সেনকে। এর আগে ‘কুসুম দোলা’, ‘বিন্নি ধানের খই’, ‘খরকুটো’, ‘ইচ্ছে নদী’, ‘শ্রীময়ী’ সহ বহু ধারাবাহিককে অভিনয় করেছেন এই অভিনেতা।