'আপনার প্রতারণামূলক কৌশল লজ্জাজনক।' গাজার ইস্যুতে আইডিএফ-র বিরুদ্ধে সরব হতেই কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র সমালোচনা করলেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার।সম্প্রতি গাজায় কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচজন সাংবাদিকের মৃত্যুকে নৃশংস ঘটনার কথা উল্লেখ করে সমালোচনায় সরব হন কংগ্রেস নেত্রী। (আরও পড়ুন: পরমাণু হুমকি দেওয়া মুনিরের বাহিনীর হাতে কটি নিউক্লিয়ার ওয়ারহেড এবং মিসাইল আছে?)
আরও পড়ুন: পাকিস্তানি-বাংলাদেশিদের ছাড়, ভারতীয়দের নিয়ে কড়া ঘোষণা ব্রিটিশ সরকারের
এক্স বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'ইজরায়েল কোল্ড ব্লাডেড মার্ডারার, জঘন্য অপরাধী।এই পাঁচজন আল জাজিরার সাংবাদিক কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁরা প্যালেস্টাইনে কোনও অপরাধকে সংঘটিত করেননি। তাঁদের সঙ্গে কোনও অপরাধী সংগঠনের সঙ্গে যোগ সাজসেরও যথেষ্ট প্রমাণ নেই। অথচ ইজরায়েলের সেনার আক্রমণে যেভাবে তাঁদের নৃশংসভাবে প্রাণ দিতে হল। এই ঘটনা ক্ষমার অযোগ্য।' পাশাপাশি কংগ্রেস নেত্রী আরও বলেছেন, হিংসার মাধ্যমে ভয়-ভীতি সঞ্চার করে সাংবাদিকদের হত্যা করে ইজরায়েল কখনও সত্যি ঘটনাকে চাপা দিতে পারবে না। যখনই গাজা প্যালেস্টাইন-সহ বিশ্বের যে কোনও প্রান্তে অন্যায় ও হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হবে বা কেউ ঘটাবে, তখন এই পাঁচ সাংবাদিকের মৃত্যু মানুষকে সঠিক সংবাদ তুলে আনার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। (আরও পড়ুন: মার্কিন শুল্ক যুদ্ধের মাঝেই এবার বাংলাদেশি পণ্যের ওপর বাণিজ্য বিধি-নিষেধ ভারতের)
আরও পড়ুন: 'যুদ্ধ এবার…', নয়া দাবি পাক মন্ত্রী খাজার, ভারতের বিরোধীদের কাজে পেয়েছেন 'মজা'
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, ইজরায়েল যখন প্যালেস্টাইনের জনগণকে হত্যা করছে, তখন ভারত সরকার এই বিষয়ে নীরবতা পালন করছে। ইজরায়েল এখন পর্যন্ত ৬০,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮,৪৩০ জন শিশুও রয়েছে। তিনি আরও বলেন যে ইজরায়েল শত শত মানুষকে ক্ষুধার্ত অবস্থায় মরতে বাধ্য করেছে, যাদের মধ্যে অনেকে শিশু রয়েছে এবং এখন লক্ষ লক্ষ মানুষকে অনাহারের হুমকির মুখে ফেলেছে। (আরও পড়ুন: মুনিরকে 'স্যুট পরা লাদেন' বলে আক্রমণ প্রাক্তন পেন্টাগন আধিকারিকের)
ইজরায়েলের কড়া প্রতিক্রিয়া
মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তিনি বলেন, 'আপনার কৌশল লজ্জাজনক। ইজরায়েল ২৫,০০০ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে। হামাসের সাহায্য পেতে বা পালাতে চেষ্টা করা মানুষের আড়ালে লুকিয়ে থাকার জঘন্য কৌশলের কারণেই মানবজীবনের এই ক্ষতি হয়েছে। ইজরায়েল গাজায় ২০ লক্ষ টন খাদ্য পৌঁছে দিয়েছে, অন্যদিকে হামাস তা বন্ধ করার চেষ্টা করছে এবং এভাবে সেখানে দুর্ভিক্ষ তৈরি করছে। গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেখানে কোনও গণহত্যা হয়নি। হামাসের পরিসংখ্যান বিশ্বাস করবেন না।' (আরও পড়ুন: নেই জল তো যুদ্ধ কর! মুনিরের পর এবার ভারতকে হুমকি বিলাওয়াল ভুট্টোর)
আরও পড়ুন: ভারতের ওপর ৫০% শুল্ক, আর চিনকে ট্যারিফ নিয়ে বড় স্বস্তি ট্রাম্পের
উল্লেখ্য, সম্প্রতি ইজরায়েলি হামলায় গাজার শিফা হাসপাতালের কাছে সাংবাদিক শিবিরে পাঁচজন আল-জাজিরা সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন আনাস আল-শরিফ। আল জাজিরা এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর ঘটনাটিকে আন্তর্জাতিক মানবতাবাদী আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে তীব্র নিন্দা করেছে এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য নিরাপদ ও বাধাহীন প্রবেশাধিকারের দাবি করেছে।