Amitabh Bachchan: বাড়ি ফিরে এসে অনন্ত-রাধিকার বিলাসবহুল প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কে নিজের ব্লগে লিখেছেন বিগ বি। একই সঙ্গে রবিবার মুম্বইয়ের বাংলো জলসার বাইরে ভক্তদের ভিড়টাকেও তিনি মিস করেছেন, সেই নিয়েও লিখেছেন।
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বচ্চন পরিবার। জমনগরের অনুষ্ঠান ছিল তারকা-খচিত। বচ্চন পরিবারের সঙ্গে আম্বানি পরিবারের সখ্যতা দীর্ঘ দিনের। অনুষ্ঠানে তৃতীয় দিনে সপরিবারে জামনগরে হাজির হয়েছেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে যোগ দিয়ে সে দিন রাতেই আাবার মুম্বই ফিরে আসেন বচ্চন পরিবারের সকলে।
বাড়ি ফিরে এসে অনন্ত-রাধিকার বিলাসবহুল প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কে নিজের ব্লগে লিখেছেন বিগ বি। একই সঙ্গে রবিবার মুম্বইয়ের বাংলো জলসার বাইরে ভক্তদের ভিড়টাকেও তিনি মিস করেছেন, সেই নিয়েও লিখেছেন। অমিতাভ লেখেন, ‘জলসার দরজা রবিবার খোলেনি। কিন্তু বিয়ের দরজা খুলেছে… বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এই সবেমাত্র ফিরলাম’। আরও পড়ুন: সলমনকে কোলে তুলতে না পেরে শেরাকে ডাকলেন অনন্ত! এরপরই তো শুরু হল আসল মজা
এরপরই অভিনেতা আরও কথা বলেছেন অনন্ত-রাধিকার বিলাসবহুল প্রাক বিবাহ অনুষ্ঠান এবং ভান্তারা অ্যানিম্যাল রিলিফ ফেসিলিটি নিয়ে। বিগ বি জানিয়েছেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। শুধু বিয়ের পরিবেশ নয়, ভান্তারা পশুর ত্রাণ সুবিধা। শুভকামনা, কী একটি অসাধারণ অভিজ্ঞতা এবং প্রাণীদের জন্য সবচেয়ে বৈজ্ঞানিক সেটআপ। দুঃস্থ অবলা জীবদের এই খামারে নিয়ে এসে সেবা সুশ্রুষা করা হয় এবং তাঁদের লালন-পালন করা হয়’।