বর্তমানে বহু মেগা আসে, আবার বন্ধ হয়ে যায় কয়েক মাসের মধ্যেই। সেখানে ২০২২ সালে অগস্ট মাসে শুরু হওয়া ‘জগদ্ধাত্রী’ বর্তমান সময়ের দীর্ঘ দিন ধরে চলতে থাকা মেগাগুলির মধ্যে অন্যতম। আর সেই মেগারই প্রধান মুখ অঙ্কিতা মল্লিক। প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন নায়িকা। তবে এর মাঝেই কি এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি? রানা সরকারের একটি পোস্ট উসকে দিয়েছে সেই জল্পনাকে। কীভাবে? দেখে নিন।
রবিবার ছিল প্রযোজক রানা সরকারের প্রযোজনা সংস্থা 'DCM'-এর ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে পার্টি। আর সেখানেই হাজির হয়েছিলেন নায়িকা। হালকা মেকআপ, খোলা চুল ও গোলাপি গাউনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এই অনুষ্ঠানেই রানা সরকার ছোটপর্দার আর এক জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্তর সঙ্গে পর্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার একটি ছবি ভাগ করে নেন। কালো শার্ট ও ধূসর রঙের জিন্সে দেখা মেলে দিব্যজ্যোতির। তাঁর মাথায় ছিল টুপি। ছবিটি ভাগ করে নিয়ে রানা সরকার ছবির উপর লেখেন, ‘ভবিষতের আশা’। এরপর ছবির ক্যাপশনে লেখেন, ‘নতুন প্রজন্মের প্রতিভারা DCM-এর ১৫ বছর পূর্তির উদযাপনে।’ সঙ্গে আবার অভিনেতা দেবের কায়দায় ‘এমনি’ লেখেন। যা দেখে অনেকেরই মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনও রহস্য আছে। তবে কী এবার কোনও ছবিতে এক সঙ্গে দেখা যাবে দিব্যজ্যোতি-অঙ্কিতাকে?
তবে কেবল তো এটুকু নয়, রানার শেয়ার করা এই ছবিতে ‘জগদ্ধাত্রী’র 'সাংভি' প্রেরণা ভট্টাচার্য কমেন্ট করেন, 'কাল সেটা বুঝে গিয়েছি'। নায়িকার এই মন্তব্য বড় পর্দায় দিব্যজ্যোতির সঙ্গে জুটি বেঁধে অঙ্কিতার ডেবিউয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। তবে তাঁরা সত্যি কি জুটি বাঁধতে চলেছেন? বা অঙ্কিতাকে এবার সত্যি ছবিতে দেখা যাবে কিনা এই প্রসঙ্গে প্রযোজনা সংস্থা বা অভিনেতা অভিনেত্রীদের পক্ষ থেকে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি। এখনও সবটাই গুঞ্জনের পর্যায় রয়েছে।
আরও পড়ুন: ‘সাইয়ারা’ নয়, ‘মহাবতার নরসিংহ’ দেখে কাঁদলেন শ্বেতা! ‘চিৎকার করেছি…’, ছবি প্রসঙ্গে যা বললেন নায়িকা
প্রসঙ্গত, দিব্যজ্যোতি সদ্যই রানা সরকারের প্রযোজনা সংস্থা 'DCM'-এর হাত ধরে তাঁর প্রথম 'লহ গৌরাঙ্গের নাম রে…' ছবিতে অভিনয় করে ফেলেছেন। তবে কেবল 'DCM' নয় তার সঙ্গে এসভিএফও যৌথ ভাবে এই ছবি প্রযোজনা করেছেন। এই ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এটাই দিব্যজ্যোতির প্রথম বাংলা ছবি হতে চলেছে। তিনি ছাড়াও এই ছবির হাত ধরে ছোট পর্দার আর এক পরিচিত মুখ আরাত্রিকা মাইতিও ডেবিউ করতে চলেছেন। এছাড়াও এই ছবিতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, অলোকানন্দা গুহ, ব্রাত্য বসু প্রমুখ।