গত ৪ আগস্ট সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে একই মঞ্চে একসঙ্গে এসেছিলেন দেব এবং শুভশ্রী। ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চ নিয়ে যখন চারিদিকে এত হইচই, ঠিক তখনই এই অনুষ্ঠানটি নিয়ে একেবারে অন্যরকম একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
প্রথমেই বলে রাখা ভালো, ওই একই দিনে ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। অনুষ্ঠানে সকলেই পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা বার্তাও জানিয়েছিলেন। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছিল পরিচালকের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন তিনি।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
গতকাল অর্থাৎ ৫ আগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘গতকাল ৪ঠা অগাস্ট আমার জন্মদিন ছিল। বিকেলে ট্রেলার লঞ্চ নজরুল মঞ্চে । জনস্রোত অপেক্ষায় দেব-শুভশ্রীকে দেখার জন্য। আমি অপেক্ষায় আমাদের ট্রেলার সবার কেমন লাগবে, তাই ভেবে। সেটাই আমার কাছে প্রধান প্রাপ্তি বলে মনে হচ্ছিল। অথচ অনুষ্ঠানের শেষে এই ফ্রেমটাই সবটা ছাপিয়ে ফিরিয়ে দিলো ৯টা বছরের পুরোনো স্মৃতি!’
পুরনো দিনের কথা স্মরণ করে পরিচালক লেখেন, ‘ওদের দুজনকে এরকম প্রাণ খুলে হাসতে দেখেছিলাম নৈনিতালের শুটিংয়ের সময়! ৯ বছর দূরত্বের পর গত রাতের নাচের উত্তেজনায় শিকল ভেঙে জিতে গিয়েছে একটাই শব্দ- ‘পেশাদার’! ধন্যবাদ শুভশ্রী ও দেব ধূমকেতুর জন্য, রূপা আর ভানুকে আবার ফিরিয়ে আনার জন্য। দেখা হবে ১৪ অগাস্ট।’
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
প্রসঙ্গত, অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অনুপম রায়, রানা সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রায় ১০ বছর পর দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা হন ভক্তরা।