বলিউড অভিনেতা হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর ছবি 'ওয়ার ২' সিনেমা হলে ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে। ছবিটি অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে প্রথমে সুপারস্টার রজনীকান্তের ছবি 'কুলি'-র থেকে পিছিয়ে ছিল, কিন্তু এখন হঠাৎ এতে জবরদস্ত বৃদ্ধি দেখা যাচ্ছে।
ওয়ার ২-এর অগ্রিম কালেকশনে এই জোরালো বৃদ্ধি এল ছবির তেলেগু ভার্সনের শোগুলির বুকিং উইন্ডো খোলার পরে। তেলেগু ভার্সনের জন্য বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই ছবিটির অগ্রিম বুকিংয়ে ১০ গুণ গতি দেখা গিয়েছে।
অগ্রিম বুকিং ১০ গুণ বাড়ল কীভাবে?
রবিবার, যশ রাজ ছবিটির অগ্রিম বুকিং শুরু করেছিলেন এবং মঙ্গলবার ছবিটির অগ্রিম বুকিং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার পর্যন্ত 'ওয়ার ২'-এর প্রতি ঘণ্টায় ২৫০০ টিকিট বিক্রি হচ্ছিল, কিন্তু তেলেগু শোয়ের বুকিং শুরু হওয়ার পর এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ঘণ্টায় ২৫ হাজার টিকিট। এই কারণে, ছবিটির অগ্রিম বুকিংয়ের অঙ্কেও শক্তিশালী বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা স্ক্রিনশট শেয়ার করতে শুরু করেছেন যে,কীভাবে ছবিটিতে হঠাৎ করে দর্শকরা উতৎসাহ দেখাচ্ছে।
ছবিটির তেলুগু শোগুলির জন্য অগ্রিম বুকিং মূলত ১১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় টিকিটের দাম নিয়ে সরকারের ঘোষণার কারণে এটি একদিন বিলম্বিত হয়েছিল। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ার-এ হৃতিক রোশন ও টাইগার শ্রফকে একসঙ্গে দেখা গিয়েছিল, এবার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে দেখা যাবে।
ছবিটির সংগ্রহ সম্পর্কে কথা বলতে গেলে, এর পরিসংখ্যানগুলি স্যাকনিল্ক তার একটি প্রতিবেদনে ভাগ করে নিয়েছে। পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে সংবাদ লেখা পর্যন্ত ৪ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনে ১৪ হাজারের বেশি শো আছে। ব্লক সিট সহ ছবির অগ্রিম বুকিংয়ের কথা বললে, সিনেমাটি এখনও পর্যন্ত ২১ কোটি ৮৮ লক্ষ টাকার ব্যবসা করেছে। এখন দেখার যে, ছবির ওপেনিং ডে কালেকশন কত এবং মুক্তির দিন কত টাকা আয় করতে পারবে। বিভিন্ন সংস্করণে মুক্তি পাওয়া ছবিটি আইম্যাক্সেও দর্শক দেখতে পারবেন।