ফের আরও একবার নন্দনে ডাকা হল বৈঠক। প্রথম দফার বৈঠকের পর এবার দ্বিতীয় দফায় হবে আলোচনা। অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এই মিটিংয়ে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব থেকে শুরু করে একাধিক পরিচালক এবং প্রযোজকরা।
জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৩ আগস্ট দুপুর দুটো থেকে শুরু হবে এই বৈঠক। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাসের উপস্থিতিতে হবে আলোচনা। এই বৈঠকে মূলত আলোচনার বিষয় হবে বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
গত ৭ আগস্ট প্রথম দফার বৈঠক হয়েছিল নন্দনে। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন দেব, ঋতুপর্ণা, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রানা সরকার, শ্রীকান্ত মেহতা, নিসপাল সিং রানে প্রমূখ। বৈঠকে উপস্থিত ছিলেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। ভিডিয়ো কলে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বারবার এই বৈঠক ডাকার একমাত্র উদ্দেশ্যই হল বাংলা ছবির উন্নতি। পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলাতে বাংলা ছবির যে দুরাবস্থা, সেই অবস্থা থেকে বাংলা ছবিকে বের করে আনার জন্যই এই বৈঠক ডাকা হচ্ছে। বলিউড অথবা দক্ষিণী ছবির জন্য নিজের জায়গাতেই কোণঠাসা হয়ে যেতে হচ্ছে বাংলা ছবিকে।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
কোনও বিগ বাজেটের দক্ষিণী ছবি অথবা হিন্দী ছবি এলে ভালো শো পাচ্ছে না সেই সময় মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে ব্যবসার ক্ষেত্রে। বারবার স্লট পাল্টাতে হয় হিন্দি অথবা দক্ষিণী ছবির জন্য। এই সমস্যার সমাধানের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন টলিউডের গণমান্য ব্যক্তিত্বরা।
টলিপাড়ার এই সমস্যার সমাধান করার জন্যই তাই একাধিকবার বৈঠকে বসছেন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস। খুব শীঘ্রই যাতে এই সমস্যার সমাধান হয়, সেই চেষ্টাই করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ধুমকেতু’। ওই একই দিনে মুক্তি পাবে ‘ওয়ার ২’ ও ‘কুলি’। তবে ‘ধুমকেতু’ নিয়ে যেহেতু দর্শকদের মধ্যে উন্মাদনা প্রচুর, তাই একের পর এক হলে প্রাইম শো দেওয়া হচ্ছে এই ছবিটিকে। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং-এর দিক থেকে বাকি ২ ছবিকে পেছনে ফেলে দিয়েছে ধুমকেতু।