রবি কৃষ্ণন খাজুরিয়া
জম্মু ও কাশ্মীরের বিতর্কিত নোটিফিকেশনকে ঘিরে শোরগোল চরমে। জম্মুর ডিস্ট্রিক্ট কমিশনার অ্যাভনি লাভাসা মঙ্গলবার একটি নোটিফিকেশন জারি করেছিলেন বলে দাবি করা হচ্ছে। তিনি রেভিনিউ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, জম্মুতে একবছরের জন্য় যারা বাস করছেন তাদের বাসস্থানের সার্টিফিকেট দেওয়ার জন্য। এর জেরে তাঁরা সেখানকার ভোটার হিসাবে রেজিস্টার্ড হতে পারবেন। আর এই নির্দেশিকাকে ঘিরে বিরোধী রাজনৈতিক দল তীব্র আপত্তি তোলে।
এরপর ওই ডিসি মৌখিতভাবে ওই নির্দেশিকাকে প্রত্যাহার করেন। কিন্তু সেটা লিখিতভাবে আদৌ প্রত্যাহার করা হল কি না তা নিয়ে ধোঁয়াশাটা থেকেই গিয়েছে। কাশ্মীর নির্বাচন দফতরের এক পদস্থ আধিকারিকের মতে, আমাদের অফিস থেকে এনিয়ে ডিসির কাছে কোনও নির্দেশ দেওয়া হয়নি।
স্থানীয় যারা নন তাদেরকে বাসস্থানের সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি নির্বাচন দফতরের আধিকারিকের। তাঁর দাবি, এখানে আমাদের কোনও ভূমিকা নেই। আমাদের অফিস এই ধরনের নির্দেশিকা দেয়নি, এনিয়ে কমিশনেরও কোনও নির্দেশ নেই। এক্ষেত্রে যিনি এটা করেছেন তাঁকে প্রশ্ন করাটাই ভালো।