পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Astro Tips: শনি থেকে রাহু, সব অসন্তুষ্ট গ্রহই হবে তুষ্ট! পুজোয় এভাবে ব্যবহার করুন সরষের তেল
দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে এবং অসন্তুষ্ট গ্রহকে তুষ্ট করতে সরষের তেলের ব্যবহার অত্যন্ত কার্যকরী। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি গ্রহকে শান্ত করার জন্য সরষের তেলের গুরুত্ব অপরিসীম। তবে শুধু শনি নয়, অন্যান্য গ্রহের অশুভ প্রভাব কমাতেও এটি সাহায্য করে।
শনিদেবকে তুষ্ট করার পদ্ধতি
- শনিবার শনিদেবের পুজো করার সময় সরষের তেল ব্যবহার করা হয়। একটি স্টিল বা মাটির প্রদীপে সরষের তেল দিয়ে তাতে কালো তিল মিশিয়ে শনি মন্দিরে জ্বালালে দণ্ডনায়ক দেবতা প্রসন্ন হন। এটি শনির সাড়ে সাতি ও ধাইয়া চলাকালীন জাতক-জাতিকাদের জীবনে আসা কষ্ট কমাতে সাহায্য করে।
- শনিবারে একটি লোহার পাত্রে সরষের তেল নিয়ে তাতে নিজের মুখ দেখে সেই তেল কোনো দুঃস্থ বা গরিব ব্যক্তিকে দান করলে শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও, প্রতি শনিবার কালো কুকুরকে সরষের তেল মাখানো রুটি খাওয়ালে শনিদেবের কৃপা লাভ হয়।
আরও পড়ুন - সন্তান অবাধ্য? গোলমরিচের এই প্রতিকারেই দূর হবে সমস্যা, মিটবে নিত্য অশান্তি
মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি
- মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কাটাতেও সরষের তেল কার্যকর। প্রতি মঙ্গলবার হনুমানজীর সামনে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করলে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
রাহু ও কেতুর অশুভ প্রভাব
- রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর করতে সরষের তেল ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর আগে একটি পাত্রে সরষের তেল নিয়ে তা নিজের পাশে রেখে ঘুমান এবং সকালে সেই তেল কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় ঢেলে দিন। এই পদ্ধতি রাহু-কেতুর খারাপ প্রভাব কমাতে সাহায্য করে।
আরও পড়ুন - বর্ষাকালে বাড়িতে বাস্তু সাপ দেখতে পেলে কী করা উচিত? কী বলছে বাস্তুমত
- এছাড়াও, বাস্তু দোষ দূর করতে সরষের তেলের ব্যবহার প্রচলিত। ঘরের প্রধান দরজার দুই পাশে সরষের তেলের প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে সুখ-শান্তি বজায় থাকে।
- সরষের তেল ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এটি যেন বিশুদ্ধ হয় এবং কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। এই প্রতিকারগুলো বিশ্বাস ও নিষ্ঠার সাথে পালন করলে তবেই সুফল পাওয়া যায়।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।