আরজি করে তরুণী চিকিৎসক অভয়া হত্যা ও ধর্ষণ মামলার এক বছর পেরিয়ে গেলেও ন্যায়বিচার মেলেনি বলে অভিযোগ তাঁর বাবা মায়ের। সেই অভিযোগেই বিচারের দাবিতে গত ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। সিবিআই তদন্তে গতি আনার দাবিতে হওয়া সেই কর্মসূচি ঘিরে রাজপথে তৈরি হয় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল। সেই অভিযানের সময় পুলিশকে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছিল কয়েকজন আন্দোলনকারীর নামে। ঘটনার তদন্তে নেমে এবার পুলিশ গ্রেফতার করল দুই অভিযুক্তকে।
আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে কটূক্তি, বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম চন্দন গুপ্ত। তিনি জগদ্দলের বাসিন্দা। তাঁকে রবিবার রাতে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে ধরা হয়। অপর অভিযুক্তকে অন্য এক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার সূত্রপাত ৯ অগস্ট বিকেলে। নবান্ন অভিযানের দিনে পার্ক স্ট্রিটে বিজেপির নেতৃত্বে অবস্থান বিক্ষোভে অংশ নেন অভয়ার মা-বাবা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময় একাধিক পুলিশ কর্মীও আক্রান্ত হন।
অভিযোগ, ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর করা হয়, এমনকি খুনের চেষ্টাও হয়। নবান্ন অভিযানের পরই শেক্সপিয়র সরণি থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পাল্টা, অভিযুক্তদের তরফে পুলিশের বিরুদ্ধে ‘স্ত্রীর উপর অত্যাচারের’ অভিযোগে অভয়ার বাবা-ও মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে। তদন্তে আরও কয়েকজনকে ধরার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘটনার ভিডিয়ো ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে।