মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতি বলা হয়। এই গ্রহ, শক্তি, সম্পত্তি, সাহস, ক্রোধের কারক হিসাবে বর্ণিত হন। বাকি বক্রী গ্রহদের মতো মঙ্গলও নিয়মিত গোচর করে। যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে, তখন তখন তার প্রভাব সব রাশিতে পড়ে। মঙ্গলের অবস্থানের ফলে, কিছু রাশির ভাগ্যে আসে তুলকালাম চমক, আবার কিছু রাশির লড়াইয়ের রাস্তা জারি রাখতে হয়। আসন্ন সময়, ২৮ জুলাই ২০২৫-এ রয়েছে ‘সাহসী’ মঙ্গলের কন্যা রাশিতে গোচর। তারফলে একগুচ্ছ রাশি লাভ পেতে পারেন। কাদের ভাগ্য উন্নতির দিকে যেতে চলেছে? দেখে নিন রাশিফলে।
মীন
মীন রাশির স্বামীগ্রহ গুরু। তারসঙ্গে মঙ্গলের সম্পর্ক বন্ধুত্বের। এই রাশির জাতক জাতিকাদের বিয়ের স্থানে লাব রয়েছে। যাঁরা অবিবাহিত তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বিবাহিতদের জীবনসঙ্গীর ভরপুর সঙ্গত মিলবে। সমাজে মান সম্মান বাড়বে। অনেকেই আপনার সিদ্ধান্তের সম্মান করবেন।
সিংহ
এই শুভ যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু লাভ এনে দেবে। চাকরির সঙ্গে সঙ্গে নতুন কোনও ব্যবসাতেও যোগ দিতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। যার ফলে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার ভাগ্যে আকস্মিক লাভ আসবে। পুরনো কোনও সঞ্চয় থেকে ভালো রিটার্ন আসতে পারে। তার সম্ভাবনা বাড়বে।
( সিন্ধু জলচুক্তি বাতিলের পর কাশ্মীরে কোন ৪ তাবড় প্রজেক্ট দ্রুত সম্পন্নে নজর কেন্দ্রের?)
(Delhi School Bomb Threat: সাত সকালে রাজধানী দিল্লির ২০র বেশি স্কুলে বোমা হানার হুমকি! তুঙ্গে তৎপরতা)
ধনু
২৮ জুলাইয়ের পর চাকরিরতদের পদ আর প্রভাবে বৃদ্ধি হতে পারে। এঁরা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। তাঁরা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। যাঁদের নিজেদের ব্যবসা রয়েছে, তাঁদের ব্যবসা হু হু করে বাড়বে। পরিবারের সঙ্গে বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন। মঙ্গলের এই গোচর আপনার রাশির জন্য নানান দিক থেকে শুভ হবে। আপনারা নতুন কোনও দায়িত্বও পেতে পারেন। আপনি কোনও লাভদায়ী ডিল হাতে পেতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও বাইরে বেড়াতে যাও আপনার পক্ষে সুখের হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)