ছোট পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’তে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় অভিনয় করেছেন। ছবির শ্যুটিংয়ের কাজও কিছুদিন আগেই শেষ করেছেন নায়িকা। তবে এর মধ্যে আর নায়িকার কাজ সংক্রান্ত কোনও নতুন খবর আসেনি। তবে এখন কী করছে তিনি?
আরও পড়ুন: মুক্তির আগেই বাংলার বক্সঅফিসে বড় রেকর্ড 'ধূমকেতু'র! দেশব্যাপী কবে মুক্তি পাবে দেব-শুভশ্রীর এই ছবি?
এই সময়টা ছুটি কাটাচ্ছেন আরাত্রিকা। দু'হাতে ভেজা পাহাড়ে মেখে নিচ্ছেন ছুটি আনন্দ। বর্ষায় পাহাড় যেমন ভয়ঙ্কর, তেমনই সুন্দর। আর সেই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতেই পাহাড়ে বর্ষায় পৌঁছে গিয়েছেন আরাত্রিকা। সেখানেই এখন ছুটি কাটাচ্ছেন নায়িকা। অভিনেত্রী শ্রুতি দাসের একটি কমেন্ট থেকে বোঝা গিয়েছে যে আরাত্রিকা শিটংয়ে ঘুরতে গিয়েছেন।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, তার মাঝেই 'ধূমকেতু ২'-এর ঘোষণা? বিশেষ শর্ত দিলেন রানা
সেখান থেকে একগুচ্ছ ছবিও ইনস্ট্রাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। কিছু ছবিতে তাঁকে ব্যাগি জিন্সের প্যান্ট, ঢিলেঢালা শার্ট, আগলা বিনুনি, এলেমেলো চুলে দেখা গিয়েছে। নায়িকার সব ছবিতেই মুখে লেগেছিল অনাবিল, অকৃত্রিম, প্রাণখোলা হাসি। এই ছবিগুলিতে কখনও আরাত্রিকাকে বাঁশের দেওয়াল ধরে ঘুরতে দেখা গিয়েছে। আবার কখনও বাঁশের বেঞ্চের উপর দুই হাত প্রসারিত করে হাসি মুখে বসে থাকতে দেখা গিয়েছে।
এই ছবিগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘এক দশক পর! আমি এখনও আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না!! আপনারা দেখতে পাচ্ছেন মেঘের কারণে খুব একটা স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। মেঘ এত ঘন যে খুব অল্প দূরত্বের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। ওহ মাই গড।’ তাঁর এই ছবিগুলিতেই শ্রুতি কমেন্ট করেছেন। নায়িকা লিখেছেন, ‘তুইও গিয়েছিস। আমিও এসেছি, দেখা হল না।’ তাঁকে রিপ্লাইতে আরাত্রিকা লেখেন, তুমি এসেছো!?' তা দেখে শ্রুতি কিছু হাসির ইমোজিও দেন।
এছাড়াও নায়িকা আরও কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে সাদা কালো স্বপ্ল দৈর্ঘ্যের পোশাকে দেখা গিয়েছে। তাঁর চোখে ছিল রোদ চশমা। কাঁধে মানানসই লম্বা ঝোলা কুরুশের কাজ করা ব্যাগ নিয়েছিলেন। এই ছবিগুলি শেয়ার করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন,'ক্যাপশন লাগবে?'