সদ্য মা হয়েছেন মানসী সেনগুপ্ত। গর্ভাবস্থায় শারীরিক সমস্যার কারণে তিনি বেশ কিছু মাস দূরে ছিলেন অভিনয় জগত থেকে। এবার আবার পুরোদমে ফিরে গিয়েছেন কাজে। দুই সন্তানকে সামলেই ‘রানী ভবানী’ ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী, পাশাপাশি চলছে সমাজ মাধ্যমে ছবি এবং ভিডিয়ো পোস্ট।
গত ১৯ মার্চ সকালে মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সবার সামনে নিয়ে এসেছিলেন ছেলেকে। ভাই এবং বোনের মধ্যে গড়ে ওঠা ভালবাসার বন্ধনের কথাও তিনি বারবার তুলে ধরেছেন সমাজ মাধ্যমের পাতায়। ছেলের অসুস্থতা থেকে শুরু করে নতুন দুষ্টুমি, সবকিছুই তিনি শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
ছেলের জন্মের ২২ দিন হতে না হতেই কাজে ফিরে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে ‘রানী ভবানী’ সিরিয়ালে নাটোরের রাজার আর এক ভাই কৃষ্ণরামের স্ত্রী অর্থাৎ দেবীপ্রসাদের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। শুরু থেকেই স্তন্যপানে অভ্যস্ত করাননি ছেলেকে তাই কাজে ফিরতে অসুবিধা হয়নি।
কাজে ফিরে যাওয়ার পরেই পরিবারের জন্য কিনেছেন একটি ঝা চকচকে গাড়ি। সেই খবরও ভাগ করেছিলেন সমাজমাধ্যমের পাতায়। সব মিলিয়ে মানসীর জীবন এখন বেশ মসৃণ ভাবেই কাটছে।
তবে এতকিছু সামলেও কিন্তু তিনি একেবারে ফিট। অভিনেত্রীর গ্ল্যামার যে বিন্দুমাত্র কমেনি তা প্রমাণ পাওয়া গেল ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। ভিডিয়োটি যদিও মূলত একটি ফটোশ্যুটের ভিডিয়ো। একটি নীল রঙের শাড়িতে সেজে আবেদনময়ী লুক দিতে দেখা যায় অভিনেত্রীকে।
একটি বৃষ্টিস্নাত সন্ধ্যায় ভেজা নীল শাড়ি, ভেজা চুলে রীতিমতো উষ্ণতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে। হাতে নামমাত্র গয়না, কানে একটি বড় দুল, ন্যূনতম মেকআপ এবং চোখে কাজল, সবমিলিয়ে যেন নিজেকে একেবারে অন্যরকম সাজে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যেভাবে অভিনেত্রীকে দেখে মানুষ অভ্যস্ত, তার থেকে অনেক আলাদা এই ভিডিয়োর মানসী।