ছোট পর্দার অন্যতম রিয়ালিটি শো বিগ বস দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই অনুষ্ঠানের আগামী সিজন। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সলমন খানের এই শো ঘিরে তৈরি হলো বিতর্ক। ১০ লক্ষ টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হলেন ভোপালের এক ডাক্তার। কী অভিযোগ করলেন তিনি?
ভোপালের সুপরিচিত ডাক্তার অভিনীত গুপ্ত নিজেকে ‘প্রতারিত’ বলে দাবী করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, করণ সিং নামের একজন ব্যক্তি ২০২২ সালে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তি নিজেকে ‘ইভেন্ট ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন। বিনোদন জগতে গভীর সম্পর্ক এবং প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করেছিলেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
সেই যোগাযোগের ওপর ভিত্তি করে অভিনীত গুপ্তকে বিগ বসে এন্ট্রি করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন করণ সিং নামের ওই ব্যক্তি। সেই ফাঁদেই পা দিয়ে ফেলেন চিকিৎসক। তড়িঘড়ি ১০ লক্ষ টাকা জোগাড় করে তুলে দেন করণ সিং নামের ওই ব্যক্তির হাতে।
এরপরে ২০২২ সালে বিগ বস শুরু হলে প্রতিযোগীদের নাম তালিকা দেখে চমকে যান চিকিৎসক। তিনি বুঝতে পারেন, তিনি তালিকায় নেই। সঙ্গে সঙ্গে করণ নামের ওই ব্যক্তির কাছে কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, চিকিৎসকের নাম পরে প্রকাশ্যে নিয়ে আসা হবে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে তাঁর। কিন্তু পরেও ডাক না আসায় ভেঙে পড়েন ওই চিকিৎসক।
সিজন যখন শেষের দিকে, তখন ওই চিকিৎসক বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন। নিজের টাকা ফেরত চান তিনি। কিন্তু একটা সময় পর করণ নিজের ফোন বন্ধ করে দেন এবং কোনওভাবেই আর যোগাযোগ রাখেন না ওই ডাক্তারের সঙ্গে। ১০ লক্ষ টাকা খোয়া যেতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারার অধীনে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই ওই ব্যক্তিকে কাঠগড়ায় হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্ট মাসের শেষের দিকে প্রিমিয়ার হতে চলেছে ‘বিগ বস সিজন ১৯’। ইতিমধ্যেই একে একে প্রকাশ্যে আসছে প্রতিযোগীদের নাম। তবে এবার একেবারে অন্যভাবে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠানটি, ফলে এই শো নিয়ে মানুষের উন্মাদানা আরও কিছুটা বেড়েছে বৈকি।