বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম দিনেই রয়েছে একের পর এক শুভ যোগ। ১ জানুয়ারি থেকেই গ্রহদের অবস্থানের জেরে তৈরি হবে বহু পর পর শুভ যোগ। চন্দ্র এই দিনে মকরে, যেখানে আগে থেকে বসে রয়েছেন মঙ্গল। তৈরি হবে ধনযোগ। শনিদেব মূল ত্রিকোণ রাশিতে থেকে তৈরি করবেন শশযোগ। এছাড়াও ত্রিপুষ্কর যোগ, মঙ্গল যোগ, কুম্ভ রাশিতে শনি রাহুর যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কারা কারা লাকি।
মেষ
চাকরি তো ভালোর দিকে যাবেই। সঙ্গে সঙ্গে ব্যবসাতেও রয়েছে উন্নতির অপার যোগ। পরিবারে থাকবে সুখ শান্তি। সঙ্গে পাবেন বজরংবলির কৃপা। সব দিক থেকে আসবে বিপুল লাভ। সব কাজে মা বাবার সহযোগিতা থাকবে। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে।
কন্যা
আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। এই রাশির জাতক জাতিকারা প্রতিটা কাজেই পাবেন আলাদা রকমের লাভ। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাওয়ায় অনেক দিক থেকে এঁরা লাভ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা বিভিন্ন দিক থেকে পাবেন লাভ। বজরংবলির কৃপায় পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। সব কাজে আনন্দ আর আনন্দই ভরে যাবে।
(2025 long Weekends List: ২০২৫ সালে লম্বা উইকেন্ডের ছড়াছড়ি! ছুটি উপভোগ করতে রইল তারিখের লিস্ট )
কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কাল ভালো কাটবে। দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা এবার সফল হবে। নতুন করে সেই কাজ আরম্ভও করতে পারবেন। হঠাৎ করে কোনও জায়গা থেকে আকস্মিক ধনলাভ হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। ব্যবসায় খুব লাভ আসতে পারে। বহু দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে চলেছে। টাকা যদি কোথাও আটকে থাকে, তাহলে তা হাতে পাবেন। ব্যবসায়ও ভালো লাভ পাবেন। পরিবারে আনন্দের রেশ থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্য়তা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )