দেখতে দেখতে চলেই এল বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর পুজো শুরুর আগেই ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ নিয়ে এল তাদের নয়া কালেকশন ‘গসিপ’। সম্প্রতি আয়োজিত ‘ক্যারাভান পুজো পপ আপ’ সেজে উঠল এই নতুন নতুন সম্ভারে। গত ৮ অগস্ট দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটির পূর্বাচল ক্লাবে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠানে পুজোর কালেকশন তুলে ধরে সেনকো।
তরুণ প্রজন্মের জন্য নয়া ডিজাইন
পুজো মানে পোশাকের পাশাপাশি গয়নার নিত্যনতুন সাজও বটে। আবার প্রজন্মের পর প্রজন্মে বদলে যাচ্ছে গয়নার পছন্দ-অপছন্দ। সাবেকি সাজের পাশাপাশি অনেকের পছন্দ নতুন ডিজাইনের গয়না। সেই পছন্দের কথা মাথায় রেখেই এই অভিনব আয়োজন। তরুণ প্রজন্মের জন্য বিশেষভাবে প্রতিটি গয়না ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছ সংস্থা। পাশাপাশি প্রতিটি গয়না তৈরির সময় পোশাকের কথাও মাথায় রাখা হয়েছে। পোশাক অনুযায়ী সেরা ডিজাইনের গয়না একজন পেয়ে যাবেন সেনকোর গসিপ কালেকশনে।
আরও পড়ুন - সন্তান অবাধ্য? গোলমরিচের এই প্রতিকারেই দূর হবে সমস্যা, মিটবে নিত্য অশান্তি
কী কী পাওয়া যাবে গসিপ কালেকশনে?
গসিপ কালেকশনে কী কী থাকছে? সংস্থার কথায়, অক্সিডাইজের চোকার, কুন্দন, টেম্পল স্টাইলের কাফ, রুপোর গয়না ইত্যাদি থাকছে এই বিশেষ কালেকশনে। নতুন কালেকশনের ট্যাগলাইন হল ‘কিল ইওর ইনার ডেমন’ অর্থাৎ মনের ভিতর থাকা নেতিবাচক যা কিছু তাঁকে নিধন করা, ঠিক মা দুর্গার মতোই। মূলত গয়নার মধ্যে দিয়ে নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার অভিনব প্রয়াস এই কালেকশনের সবটা জুড়ে রয়েছে।

আরও পড়ুন - Astro Tips: শনি থেকে রাহু, সব অসন্তুষ্ট গ্রহই হবে তুষ্ট! পুজোয় এভাবে ব্যবহার করুন সরষের তেল
প্রদর্শনীর পাশাপাশি ফ্যাশন শো
সেনকো গোল্ডের প্রদর্শনীকে সকলের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শোয়েরও। যেহেতু এই গয়নাগুলি পোশাকের সঙ্গে ম্যাচ করে বিশেষভাবে তৈরি, তাই এই ফ্যাশন শোয়ের আয়োজন।