হিন্দুধর্মে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব শিবের মাস। এই মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়। চলতি মাসে যেমন অমাবস্যা তিথি বেশ প্রাসঙ্গিক, তেমনই এই মাসে শিবরাত্রির তিথিও বেশ তাৎপর্যবাহী। এই মাসে মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ বিধি বিধান পালিত হয়। শ্রাবণের অমাবস্যা থেকে শুরু করে শ্রাবণ মাসে কবে শিবরাত্রি পড়ছে, তা দেখে নেওয়া যাক। রইল পঞ্জিকা অনুসারে তিথি।
শ্রাবণের অমাবস্যা তিথি:-
শ্রাবণের অমাবস্যাকে বহু জায়গায় হরিয়ালি অমাবস্যা বলা হয়। আগামী ২৪ জুলাই ২০২৫ সালে পড়ছে শ্রাবণের অমাবস্যা। এই তিথি ২৪ জুলাই রাত ২.২৮ মিনিটে শুরু হবে। আর তিথি শেষ হবে ২৫ জুলাই ২০২৫এ। সেদিন দুপুর ১২ টা ৪০ মিনিটে তিথি শেষ হবে। উদয়া তিথই অনুসারে ২৪ জুলাই পড়ছে অমাবস্যা।
শ্রাবণ অমাবস্যার শুভ যোগ:-
শ্রাবণ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত ভোর ৪ টে ১৫ মিনিট থেকে শুরু হবে। শেষ হবে ৪ টে ৫৭ মিনিটে। অভিজিৎ মুহূর্ত দুপুর ১২ টা থেকে শুরু হবে শেষ হবে ১২ টা ৫৫ মিনিটে। অমৃতকাল দুপুর ২.২৬ মিনিটে শুরু হবে, ৩ টে ৫৮ মিনিটে শেষ হবে। সর্বার্থ সিদ্ধি যোগ পুরো দিন থাকবে। গুরুপুষ্য যোগ বিকেল ৪ টে ৪৩ মিনিট থেকে শুরু হবে পরের দিন ৫ টা ৩৯ মিনিট পর্যন্ত চলবে।
শিবরাত্রির তিথি:-
শ্রাবণ মাসকে খুবই শুভ মনে করা হয় শিবভক্তদের জন্য়। এই গোটা মাস ধরে কানওয়ার যাত্রা পালিত হয়। দেবাদিদেবের কাছে জল অর্পণ করে বিশেষ পুজো অর্চনা করে থাকেন পূণ্যার্থীরা। এই গোটা শ্রাবণ মাস জুড়ে বহু শিবমন্দিরে ভিড় হয় ভক্তদের। এই মাসে শিবরাত্রি পড়ছে ২৩ জুলাই। অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন পড়ছে এই তিথি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবে ২৩ জুলাই ২০২৫ সালে ভোর ৪ টে ৩৯ মিনিটে। শ্রাবণের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি শেষ হবে ২৪ জুলাই, রাত ২ টো ২৮ মিনিটে। ফলত, ২৩ জুলাই পালিত হবে শ্রাবণ ২০২৫র মহাশিবরাত্রি।
(এই প্রতিবেদন মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )