'সাইয়ারা', ‘সন অফ সর্দার ২’ এবং ‘ধড়ক ২’-এর মাঝেও একটি ছবি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর সেই ছবিটি হল ‘মহাবতার নরসিংহ’। এই অ্যানিমেটেড ছবির আয় ধীরে ধীরে বাড়ছে। ‘মহাবতার নরসিংহ’ চলতি বছরের ২৫ জুলাই মুক্তি পেয়েছিল। মুক্তির ১৩ দিনে এই ছবি ব্লকবাস্টার ‘সাইয়ারা’-কে ছাপিয়ে গেল।
আরও পড়ুন: পিতৃহারা হলেন সলমনের দেহরক্ষী! কোন মারণরোগে আক্রান্ত ছিলেন শেরার বাবা?
৬ অগস্টে এই ছবির আয় ৬ কোটি টাকা বলে জানা গিয়েছে। একই সঙ্গে, 'মহাবতার নরসিংহ'-এর মোট আয় প্রায় ১১২.৮০ কোটি টাকা বলে জানা গিয়েছে। ‘সাইয়ারা’ ১৮ জুলাই মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে কেঁদে এসেছি…', দেবের নাম না করেই বিচ্ছেদের স্মৃতি উসকে যা বললেন শুভশ্রী
‘মহাবতার নরসিংহ’ হল ভগবান নরসিংহ, হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের ভক্তিমূলক পৌরাণিক কাহিনীর একটি অ্যানিমেটেড সংস্করণ। ছবিটির পরিচালক হলেন অশ্বিন কুমার। এই ছবি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: 'অন্যের বউকে ‘হট’ বলতে হবে না...', নেটিজেনকে কড়া জবাব কাঞ্চন-পত্নী শ্রীময়ীর
৬ অগস্ট 'মহাবতার নরসিংহ' প্রেক্ষাগৃহে ১৩ দিন পূর্ণ করেছে। ১৩ তম দিনে, ছবিটি ভারতের বক্স অফিসে ৬ কোটি টাকা আয় করেছে। এই আয় ৬ অগস্ট ‘সাইয়ারা’র আয়ের থেকে বেশি। জানা গিয়েছে ‘সাইয়ারা’ এদিন ২ কোটি টাকা আয় করেছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রতিবেদনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। ৬ অগস্ট, সন অফ সর্দার ২-এর সংগ্রহ ছিল প্রায় ১.৬৪ কোটি টাকা। একই দিনে, ‘ধড়ক ২’-এর আয় পৌঁছে ছিল ১ কোটিতে। ফলে সবটা মিলিয়ে এই দিন 'মহাবতার নরসিংহ' সবচেয়ে বেশি আয় করেছেন।