আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভারতের অর্থনীতিকে 'মৃত' বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সবাই জানে যে ভারতের অর্থনীতি মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই এই সত্যিটা জানেন। আমি খুশি যে ট্রাম্প সত্যি কথাটা বললেন। গোটা বিশ্ব জানে দেশের অর্থনীতি মৃত। আদানিকে সাহায্য করার জন্য ভারতের অর্থনীতিকে নষ্ট করেছে বিজেপি।' এই কথা বলার সময় রাহুল গান্ধীর ঠোঁটে ছিল কটাক্ষের হাসি।
এরপর রাহুল গান্ধী বলেন, 'প্রধানমন্ত্রী শুধুমাত্র একজনের জন্য কাজ করেন। তিনি হলেন আদানি। এর জন্য সব ক্ষুদ্র ব্যবসা উড়িয়ে দিয়েছেন। আর দেখে নেবেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে। আর ট্রাম্প এই চুক্তি সংজ্ঞা তুলে ধরবেন। আর মোদী সেটাই করবেন যেটা ট্রাম্প বলবেন।' রাহুলের কথায়, 'আজ ভারতের প্রধান সমস্যা হল মোদী সরকার আমাদের অর্থনৈতিক নীতি, প্রতিরক্ষা নীতি এবং পররাষ্ট্র নীতি ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে মাটিতে মিশিয়ে দিচ্ছে।'
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য সম্পর্ককে নিশানা করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি নিজের পোস্টে লেখেন, রাশিয়ার সাথে ভারত কী করছে তা তিনি পরোয়া করেন না এবং উভয় দেশই তাদের 'মৃত অর্থনীতির' পতন ডেকে আনতে পারেন একসাথে। ট্রাম্প নিজের পোস্ট লেখেন, 'রাশিয়ার সঙ্গে ভারত কী করল তাতে আমার কিছু যায় আসে না। তারা একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি, তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। একইভাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রও একসঙ্গে প্রায় কোনও ব্যবসা করে না। আমরা বিষয়টিকে সেভাবেই রাখব। রাশিয়ার ব্যর্থ প্রাক্তন রাষ্ট্রপতি মেদভেদেভকে বলি, তিনি কী বলছেন, সেদিকে যেন তিনি নজর দেন। ও খুব বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ছে! তিনি মনে করেন যে তিনি এখনও রুশ রাষ্ট্রপতি।'
প্রসঙ্গত, মস্কোর সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্কের কারণে ভারতীয় আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং জরিমানা আরোপের ঘোষণা করেন ট্রাম্প। এই আবহে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্স-এ একটি পোস্ট করে লেখেন, 'মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে 'আল্টিমেটাম গেম' খেলছেন এবং এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে রূপ নিতে পারে।' মেদভেদেভ লিখেছেন, 'প্রতিটি নতুন আল্টিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে একটি পদক্ষেপ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নয়, ট্রাম্পের দেশের সঙ্গে।' এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যর্থতায় তিনি হতাশ এবং তিনি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০ বা ১২ দিনে নামিয়ে আনছেন। এই আবহে মেদভেদেভকে তোপ দাগতে পোস্ট করেন ট্রাম্প।