গ্রহদের রাজা বলে বিবেচিত করা হয় সূর্যদেবকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনি পিতা ও আত্মার কারক। সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে প্রভাব পড়ে। সূর্যের পরিস্থিতির দিক থেকে বর্তমানে তিনি কর্কট রাশিতে বিরাজমান, বলছে জ্যোতিষ গণনা। আর তিনি খুব শিগগির অরুণের সঙ্গে যুতি করতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্যে সুসময় আসতে চলেছে।
আজ রাতে অর্থাৎ ১৩ অগস্ট রাতেই সূর্য আর অরুণ একে অপরের সঙ্গে ৮০ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছেন। তারফলো ষোড়পঞ্চক যোগ তৈরি হতে চলেছে, তাতে কৃপা পাবে বহু রাশি। লাকি কারা? দেখে নিন।
বৃষ
ষোড়পঞ্চক যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য লাভদায়ক হবে। ঘর পরিবারে চলা সমস্যা সমাপ্ত হতে পারে। যাঁরা প্রশাসনিক কাজে রয়েছেন, তাঁদের জীবন ভালোর দিকে যেতে পারে। আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি সফল হতে পারেন। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা সফল হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যেতে পারেন।
( Ireland President:ভারতীয় 'সম্প্রদায়ের অবদান..’, বর্ণবিদ্বেষের ঘটনার পর সরব আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট)
( Asia Cup 2025:‘দেশ আগে, ক্রিকেট তো তুলনায়..’, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে কী বললেন হরভজন?)
( Pak Spy: পাক গুপ্তচরবৃত্তির বিস্ফোরক অভিযোগ! ধৃত DRDOর গেস্ট হাউজ ম্যানেজার)
কন্যা
সূর্য ও অরুণ ষোড়পঞ্চক যোগ বেশ লাভদায়ক হতে পারে। বিদেশ থেকে ভালো সুযোগ কিছু পেতে পারেন। পদ প্রতিষ্ঠা বা প্রাপ্তি আসতে পারে। পদোন্নতির সঙ্গে বেতনও বৃদ্ধি পেতে পারে। বাবা ও গুরুর থেকে সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন। যারফলে আপনার লক্ষ্য প্রাপ্তি হতে পারে। খুশি আনন্দ আসতে পারে, স্বাস্থ্যও ভালো থাকতে পারে।
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা ভালো পরিণাম পেতে পারেন। সমাজে মান সম্মান হু হু করে বাড়বে। এর সঙ্গেই কেরিয়ারে ভালো লাভ হবে। আধাত্ম্যের প্রতি ঝোঁক বাড়বে। ধার্মিক স্থলে যেতে পারেন। কেরিয়ারে হবে উন্নতি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)