স্বাধীনতা দিবস মানেই স্বাধীন সত্ত্বার দিন। নিজেকে, দেশকে ও নিজের জাতিকে স্বাধীনভাবে চেনার দিন। ১৫ আগস্টের উদযাপন তাই সকলের কাছেই বিশেষ। এই দিনটিকে আরও সুন্দর করে তুলুন প্রিয়জনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে। কী লিখবেন? রইল সেরা দশটি বার্তার খোঁজ।
স্বাধীনতা দিবসের সেরা ১০ বার্তা
১. ভারতের আকাশে উড়ছে তেরঙ্গা, গর্বে ভরে উঠেছে মন। স্বাধীনতা এনেছেন কত শত বীর, তাঁদের আত্মত্যাগকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এই শুভ দিনে সকল ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
২. যে সূর্য অস্ত গেলে স্বাধীনতা এসেছিল, আজ সেই সূর্য নতুন করে কিরণ ছড়াচ্ছে। শহীদের রক্ত আর মানুষের ভালোবাসায় গড়া এই দেশ। আসুন, আমরা সকলে মিলে দেশকে আরও সুন্দর করে তুলি। স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই।
৩. আজ আমাদের দেশ স্বাধীন, আজ আমরা মুক্ত। কত সৈনিকের আত্মদান আর দেশপ্রেমের ফসল এই স্বাধীনতা। আসুন, আজ সেই সব বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাই। জানাই স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা।
৪. পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা পেয়েছি স্বাধীনতার আলো। এই আলো আমাদের নতুন পথের সন্ধান দেয়, নতুন স্বপ্ন দেখায়। ১৫ই আগস্টের এই দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
৫. আজ আমাদের গর্বের দিন, আজ আমাদের আনন্দের দিন। দেশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা বুকে নিয়ে আমরা এগিয়ে চলি। সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৬. অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক প্রাণের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। আজ সেই বীর যোদ্ধাদের স্মৃতিতে মাথা নত করি। শুভ হোক সকলের স্বাধীনতা দিবস।
৭. ১৫ই আগস্ট মানে শুধু একটি তারিখ নয়, এটি আমাদের চেতনার প্রতীক। দেশপ্রেমের এই পবিত্র দিনে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
৮. স্বাধীনতা আমাদের অধিকার, আমাদের সম্মান। এই অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এই দিনে আসুন আমরা দেশ গড়ার নতুন শপথ নিই। স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা।
৯. ভারত মায়ের এই শ্রেষ্ঠ দিনে আমরা সকলে এক হয়েছি। বৈচিত্র্যের মাঝে ঐক্য আমাদের দেশের আসল শক্তি। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১০. গেরুয়া, সবুজ আর সাদা, এই তিনটি রং শুধু রং নয়, এগুলি আমাদের দেশের পরিচয়। আসুন, এই দিনে আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করি। শুভ হোক স্বাধীনতা দিবস।