গত ১১ অগস্ট অর্থাৎ সোমবার ৬৪ বছর বয়সে পা দিলেন বলি অভিনেতা সুনীল শেট্টি। এইদিন বন্ধুবান্ধবসহ কর্মী এবং পরিবারের প্রত্যেকের থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিনেতা। তবে সব থেকে বেশি নজর কেড়েছে নাতনির তরফ থেকে পাওয়া উপহার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।
সোমবার ইনস্টাগ্রামে একটি কাস্টমাইজড কেকের ছবি শেয়ার করেন সুনীল। কেকের ওপরে লেখা, শুভ জন্মদিন আজ্জা। (দাদু) ছবিটি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘আমার জীবনের সবথেকে মূল্যবান উপহার অন্য এক মূল্যবান উপহারের তরফ থেকে।’
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
কেকটি একটি ফার্ম হাউসের আদলে তৈরি করা হয়েছে। কেকের একদিকে গরু, অন্যদিকে হাঁস এবং মুরগি রয়েছে। মিষ্টি এই কেকটি নাতনির তরফ থেকে উপহার দাদুর জন্য। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একটি অদেখা ছবি পোস্ট করেন মেয়ে আথিয়া।
বাবাকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি যে ছবিটি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে, নাতনিকে নিয়ে বাগানে সময় কাটাচ্ছেন অভিনেতা। ছবিটি পোস্ট করে আথিয়া লেখেন, ‘সেরা বাবা এবং এখন সেরা আজ্জাকে জন্মদিনের শুভেচ্ছা।’ মেয়ের পাশাপাশি জামাইও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় করেন পোস্ট।
আথিয়ার পাশাপাশি আহান বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন বাবা। তোমার অবিরাম সমর্থন, তোমার শান্ত প্রজ্ঞা এবং যেভাবে তুমি সব সময় পাশে থেকেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবাসি।@Sunil Shetty.’
প্রসঙ্গত, চলতি বছর ২৪ মার্চ আথিয়ার কোল আলো করে জন্ম নেয় ইভারা। দাদু হওয়ার পর সেই অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে সুনীল লিখেছিলেন, ‘এটি এমন একটা অনুভূতি যা কল্পনার বর্ণনা করা যায় না। এমন একটা আনন্দ যা পৃথিবীর সমস্ত আনন্দের থেকে বেশি। বিগত কয়েক দশক ধরে যে আনন্দের খোঁজ আমি করেছি আজ সেই আনন্দই খুঁজে পেলাম আমি।’
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর