পুজো মানেই মহালয়ার সকাল, আর মহালয়া মানেই মহিষাসুরমর্দ্দিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দ্দিনী না শুনে এখনও বাঙালির পুজো শুরু হয় না। তবে এখন রেডিয়োর মহিষাসুরমর্দ্দিনীর পাশাপাশি নানা চ্যানেলেও এই অনুষ্ঠান হয়। সেখানে দর্শকরা তাঁদের প্রিয় নায়িকাদের দেবী দুর্গার বেশে দেখতে পান। তবে এখন কেবল টেলিভিশন চ্যানেল নয়, পাশাপাশি ইউটিউবের নানা চ্যানেল ও ওটিটি মাধ্যমেও 'মহিষাসুরমর্দ্দিনী' হতে দেখা যায়। আর তা নিয়েও দর্শকদের মধ্যে বেশ উৎসাহ থাকে। আর এবারও তার ব্যতিক্রম নয়। এবার দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে! কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: মহালয়ায় স্টার জলসায় শিবের ভূমিকায় পর্দার ‘পরশুরাম’ ইন্দ্রজিৎ! ‘মহিষাসুরমর্দিনী’ কে?
২০২৪-এ ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ নিয়ে আসে তাদের প্রথম ‘মহিষাসুরমর্দ্দিনী’। সেখানে দুর্গারূপে দেখা মিলেছিল পর্দার 'রাইপূর্ণা' আরাত্রিকা মাইতির। সেখানে দেবীর নানা রূপে নজর কেড়েছিলেন নায়িকা। আর এবার এই অনুষ্ঠানেই মহিষাসুরমর্দ্দিনী রূপে ধরা দিতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য। প্রকাশ্যে এল অনুষ্ঠানে টিজার।
টিজারে কী দেখা গিয়েছে?
টিজারের শুরুতেই দেবীর গগনচুম্বী মুকুট ও কপালে তৃতীয় নয়ন দেখা গিয়েছে। আকাশ জুড়ে তখন গোধূলি মেঘের ছটা তার মাঝেই ভেসে উঠেছে দেবীর তৃতীয় নয়ন। অন্যদিকে, আবহে শোনা গিয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দ্দিনী’-এর আবহ। তারপরই পর্দায় ভেসে উঠেছে এবছর তাঁদের অনুষ্ঠানের নাম, ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’। তারপরই দেবী রূপে নায়িকার দেখা মিলেছে। দেখা গিয়েছে গোধূলি আলোয় মাখা আকাশ, সেখানেই এক পর্বতের উপর দেবী রূপে শ্বেতা। লাল রঙে শাড়ির আঁচল উড়ছে আকাশে, গা ভর্তি নানা ভারী গয়না। মাথায় জটা, বাতাসে উড়ছে খোলা কালো চুল, তাঁর হাতে ধরা ধনুক। মুখে এক বরাভয় ভাব।
আরও পড়ুন: গলায় জবার মালা, কপালে তৃতীয় নয়ন যেন মা ভবতারিণী! চিনতে পারলেন টলিপাড়ার এই নায়িকাকে?
এই টিজার প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘সেরা দুর্গা।’ আর একজন লেখেন, ‘জি বাংলাতেও শ্বেতাদিকেই মহিষাসুরমর্দ্দিনী রূপে দেখতে চাই।’ আর একজন লেখেন, 'কী সুন্দর লাগছে দিদিয়াকে। দেবী রূপে তুমি সেরা আগেও প্রমাণ পেয়েছি।'
প্রসঙ্গত, ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর আগে ২০২১ সালে ‘আগমনী আড্ডা’র আয়োজন করেছিল সেখানে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেনের মতো শিল্পীদের দেখা মিলেছিল। তারপর ২০২৩-এ এই আড্ডায় উপস্থিত ছিলেন সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায়রা। তারপর ২০২৪ থেকে তারা 'মহিষাসুরমর্দ্দিনী'ও নিয়ে আসেন।