নয়ডায় ভুয়ো থানা খুলে গ্রেফতার হয়েছেন নলহাটির কৃষ্ণপুরের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। তাঁর সম্পর্কে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, এলাকা জুড়ে নীলবাতি লাগানো গাড়ি আর সশস্ত্র রক্ষীর কনভয়ে ঘুরতেন। অভিযোগ, বিভাস নিজেকে কখনও ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো-র কর্মকর্তা, আবার কখনও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-এর দায়িত্বশীল ব্যক্তি বলে পরিচয় দিতেন।
আরও পড়ুন: বেলেঘাটায় আসল থানার কাছেই বিভাসের নকল থানা! নাকের ডগায় জালিয়াতির ব্যবসা, প্রশ্নের মুখে পুলিশ
বছর কয়েক আগেও তাঁর নাম শোনা গিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তে। ইডির হাতে ধৃত কুন্তল ঘোষ ও গোপাল দলপতির বয়ানে উঠে এসেছিল তাঁর সংযোগ। রাজনৈতিক পরিসরে তাঁর যোগাযোগও ছিল বিস্তৃত। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাক্তন শিক্ষা পর্ষদ প্রধান মানিক ভট্টাচার্য, এমনকি বিজেপি নেতাদের সঙ্গেও তাঁর ওঠাবসা ছিল। নিজের গ্রামে আশ্রম, একাধিক বিএড ও ডিএলএড কলেজ, ফার্মাসি ইউনিট এবং সিউড়িতে মেডিক্যাল কলেজ সব মিলিয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। রাজনৈতিক দিক থেকেও ছিলেন সুবিধাজনক অবস্থানে। তৃণমূলের ব্লক সভাপতির পদে থাকার পর ২০২০ সালে কেন্দ্রীয় এক মন্ত্রীর মনোনীত হয়ে সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের ডিরেক্টর হন। তাঁর প্রতিষ্ঠানে দুই শিবিরের বড় বড় নেতা যাতায়াত করতেন। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ও সেই তালিকায়।