রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই কর্মসূচিতে আগেই স্থানীয় নেতৃত্বদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই কর্মসূচিকে আরও সক্রিয় করতে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, প্রতিটি নির্বাচিত মন্ত্রীকে তাঁদের নিজ নিজ এলাকার শিবিরে উপস্থিত থেকে মানুষের অভিযোগ শুনতে হবে। আর সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ জেলাশাসকদের মাধ্যমে পৌঁছে দিতে হবে।
আরও পড়ুন: প্রথম দিনেই রেকর্ড ভিড়! রাজ্যজুড়ে শুরুতেই সাড়া ফেলল ‘আমাদের পাড়া’ কর্মসূচি
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৩১ জুলাইয়ের প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন ‘দুয়ারে সরকার’-এর মতোই এই উদ্যোগকে সফল করতে হবে। গত ২ অগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩ নভেম্বর পর্যন্ত। পুজোর সময়ও শিবিরের কাজ থামবে না বলে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।কর্মসূচির কাঠামো অনুযায়ী, তিনটি বুথ মিলে একটি ‘পাড়া’ ধরা হবে। প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকছে ১০ লক্ষ টাকা, যা রাস্তা মেরামত, পানীয় জলের ব্যবস্থা, গ্রামীণ সেতু সংস্কার, স্কুলের অবকাঠামো উন্নয়নসহ স্থানীয় প্রয়োজন মেটাতে ব্যয় হবে। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে এই কর্মসূচি চালাতে খরচ হবে প্রায় ৮ হাজার কোটি টাকা।
শিবিরগুলি প্রতিদিন বসবে, শুধু রবিবার ও সরকারি ছুটির দিনে বিরতি থাকবে। অভিযোগ জমা পড়ার পর ১৫ নভেম্বরের মধ্যে সমাধান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য। এই প্রকল্প কার্যকর করতে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠিত হয়েছে। নবান্নে ভিডিয়ো মাধ্যমে জেলা ও দফতরীয় আধিকারিকদের কাছে কর্মসূচির প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে শিবিরে অভিযোগ নেওয়া হবে, কীভাবে তা সমাধান হবে এবং পুরো কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এবার থেকে প্রতিটি মন্ত্রীর নিজের এলাকায় শিবিরে সরাসরি উপস্থিতি নিশ্চিত করাই সরকারের নতুন নিয়ম।