প্রথম দিনেই সফল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে প্রথম দিনেই রাজ্যজুড়ে মানুষের বিপুল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজির গড়ল। শনিবার কর্মসূচির উদ্বোধন হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত ৬৩২টি শিবিরে হাজির হয়েছেন প্রায় ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি নাগরিক।
আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে থাকতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের
প্রথম দিনেই যেভাবে রাজ্যবাসী এই কর্মসূচিকে সাড়া দিয়ে গ্রহণ করেছেন, তাতে খুশি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। রাজ্যবাসীর স্থানীয় সমস্যা মেটাতে সরকারকে সরাসরি মত জানাতে এ এক অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কর্মসূচির শুরুতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘বাংলার মানুষের কাছে সরাসরি পৌঁছনোর জন্য তৃণমূল স্তরে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করলাম।’ তিনি আরও জানিয়েছেন, ৮০ হাজারেরও বেশি বুথে এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং প্রাথমিক পর্যায়ে রাজ্য জুড়ে আয়োজিত হবে প্রায় ২৭ হাজার ‘জনতার দরবার’। প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরেও ছিল উৎসাহ চোখে পড়ার মতো। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের শিবিরে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় কাউন্সিলর অসীম বসু।
প্রত্যেকটি ক্যাম্পে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরা। তাঁরা স্থানীয় মানুষের সমস্যা শুনে, গুরুত্ব অনুযায়ী সেগুলিকে তালিকাভুক্ত করেছেন। ঠিক করা হয়েছে, প্রতি তিনটি বুথ মিলে একটি ক্যাম্প হবে, যেখানে নাগরিকেরা সরাসরি জানাতে পারবেন কোন সমস্যা আগে মেটানো জরুরি। শুধু তাই নয়, এই কর্মসূচির সঙ্গে সংযুক্ত থাকছে ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও। ফলে এক ছাতার নিচে মিলছে সরকারি বিভিন্ন সার্ভিস, নথিভুক্ত সমস্যা ও তার সমাধানের রূপরেখা তৈরির সুযোগ।