কিছুদিন আগেই দেব এবং শুভশ্রীর আসন্ন ছবির ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গিয়েছে রোহন ভট্টাচার্যকে। খুব সম্ভবত এবার হয়তো রাজ চক্রবর্তীর আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। বলাই বাহুল্য, শুভশ্রী এবং দেবের হাত ধরেই রোহনের ভাগ্যে শিকে ছিঁড়ল। কিন্তু কোন ছবিতে? কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহনকে?
অন্যদিকে রাজের আগামী ছবির প্রেক্ষাপট কী? হাস্যরসাত্মক কোনও গল্প নাকি প্রেমের? না, এর মধ্যে কোনওটাই নয়। সূত্রের খবর অনুযায়ী, রাজের আগামী ছবি তৈরি হতে চলেছে ২০২৩ সালে স্বপ্নদ্বীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুর ওপর ভিত্তি করে। অনেকদিন ধরেই নাকি এই ছবিটি ঘিরে আলোচনা চলছিল টলিউদের অন্দরে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
২০২৩ সালে প্রাক্তন পড়ুয়াদের অত্যাচারে স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যুতে কেঁপে উঠেছিল গোটা রাজ্য। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে। সেই ঘটনা নিয়েই এবার তৈরি হতে চলেছে ছবি। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নতুন ছবি নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
রাজের এই নতুন ছবিতে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এবং হাওড়া ব্রিজের ছবি। মাঝে জ্বলজ্বল করে লেখা ‘১৫’। খুব সম্ভবত ওই তারিখেই হয়তো নতুন কিছু ঘোষণা করতে চলেছেন পরিচালক। কিন্তু সেই ঘোষণা ঠিক কি বিষয় নিয়ে সেটা এখনও জানা যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়। অভিনয় করবেন টলিপাড়ার সুপরিচিত অভিনেতা অভিনেত্রীরা। জানা গিয়েছে, ছবিতে থাকতে পারেন রোহন ভট্টাচার্যও। যদিও এই বিষয় নিয়ে রাজ বা রোহন কোনও কথা জানাননি।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
তবে এই প্রথম নয়, এর আগে স্বপ্নদ্বীপ কুণ্ডুর ঘটনাকে নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছিল। সিরিজটির নাম ছিল ‘বিজয়া’। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। হইচই ওটিটি প্লাটফর্মে এই সিরিজটি বেশ গ্রহণযোগ্য হয়েছিল দর্শকদের মধ্যে। এবার হয়তো পালা বড় পর্দার।