অভিনেতা রণবীর সিংয়ের সংস্কার সকলের মন কেড়ে নিয়েছে। তাঁকে বান্দ্রারার একটি স্টুডিয়ো থেকে বেরিয়ে হঠাৎ একজন বয়স্ক মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে এই পর্যন্ত হলে তা নিয়ে এত আলোচনা হত না। কিন্তু কথা বলার পর রণবীর যা করেন বৃদ্ধার সঙ্গে, তাই মনকেড়েছে সকলের। এই কথোপকথনের মাঝেই হঠাৎ করে নায়ক সেই বৃদ্ধার হাতে চুমু খান। তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন।
আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে কেঁদে এসেছি…', দেবের নাম না করেই বিচ্ছেদের স্মৃতি উসকে যা বললেন শুভশ্রী
বুধবার রাতে রণবীরকে মুম্বইতে দেখা গিয়েছে। তাঁকে প্রথমে বান্দ্রারার একটি স্টুডিয়ো থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তারপর মাত্র কয়েক ঘণ্টা পরই মুম্বই বিমানবন্দরে ফের তাঁর দেখা মেলে। আসলে শহর ছেড়েছেন রণবীর।
কিন্তু বিমানবন্দরে যাওয়ার আগে স্টুডিয়ো থেকে বেরোনোর পর এই ঘটনা ঘটে। রণবীর যখন স্টুডিয়ো থেকে বেরিয়ে আসেন, তখন তিনি একজন মহিলাকে তাঁর জন্য অপেক্ষা করতে দেখেন। কিন্তু তাঁকে দেখে, পাশ কাটিয়ে চলে যাওয়ার পরিবর্তে, নায়ক তাঁর সঙ্গে কথা বলেন। দু'জনের কথা শুরু হয়, তাঁদের কথা বলতে বলতে হাসতেও দেখা যায়। স্পষ্টই বোঝা যায় তাঁরা একে অপরের সঙ্গে কথা বলা যথেষ্ঠ উপভোগ করছিলেন।
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
কথা বলার পর রণবীর বৃদ্ধার হাতে চুমু খান এবং তাঁর পা ছুঁয়ে প্রণামও করেন। এমনকী তিনি বাড়ির ভেতরে থাকা সকলের দিকে তাকিয়েও হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। অভিনেতাকে সম্পূর্ণ কালো পোশাককে দেখা যায়। মুখে দাড়ি, গোঁফ এবং চুল খোঁপা বাঁধা ছিল।
তাঁদের এই কথোপকথনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সকলের মন জয় করে নিয়েছে। অনেকেই নানা মিষ্টি মিষ্টি ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। একজন ভক্ত এই ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘মিষ্টি মুহূর্ত’, আর একজন উচ্ছ্বসিত ভাবে ‘আহ’ লিখেছেন। আর একজন ভক্ত লিখেছেন, "ওঁর মনোভাব অসাধারণ।' আর একজন লেখেন, ‘একেই বা সংস্কার'।
আরও পড়ুন: গীতশ্রীর জীবনে নতুন শুরু! প্রবীর নয়, কার সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন নায়িকা?
কাজের সূত্রে, রণবীরকে শেষ দেখা গিয়েছিল রোহিত শেট্টি পরিচালিত 'সিংহাম এগেইন' ছবিতে। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছিলেন অজয় দেবগন, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন , অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ প্রমুখ।