কিছুদিন আগেই জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে এসেছিলেন অন্যতম নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর। সেখানে একটি রবীন্দ্রনৃত্যকে অন্যভাবে পরিবেশিত হতে দেখে ভীষণ রেগে যান তিনি। পরে সেই বিষয়টি নিয়ে তৈরি হয় বিতর্ক।
মমতা শঙ্করের শুধু এই মন্তব্য নয়, আরও অনেক মন্তব্য ঘিরেই এর আগে তৈরি হয়েছে বিতর্ক। সমাজের এমন অনেক বিষয় রয়েছে যা তিনি পছন্দ করেন না, তাঁর নিজস্ব মতামত একেবারেই অন্যরকম। মমতা শঙ্করের সেই ব্যক্তিগত মতামত ঝড়ের গতিতে হয়ে যায় ভাইরাল। শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। এবার আবার নাম না করেই রিয়ালিটি শোগুলিকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
সম্প্রতি এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, ‘বাচ্চাগুলো সত্যিই অসাধারণ। এই বয়সে যেভাবে ওরা সব কিছু মনে রাখে তা সত্যিই অবাক করে দেয় আমাকে। কিন্তু ওদের যেভাবে পরিচালনা করা হচ্ছে তা একেবারে ভুল। বাচ্চাদের নৃত্যশিল্পী তৈরি না করে অ্যাক্রোব্যাট তৈরি করা হচ্ছে। ওদের অলিম্পিকে গেলে কাজে দেবে।'
অভিনেত্রী বলেন, ‘একটা বাচ্চা যখন নাচ করবে তার অঙ্গভঙ্গি কেন অভিনেত্রীদের মতো হবে? কেন অতিরিক্ত এক্সপ্রেশন দেখানো হবে? কেন বাচ্চারা বাচ্চাদের মত নাচ করবে না? সবকিছুতেই কেন অতিরিক্ত দেখানো হবে? এটা তো একেবারেই উচিত না।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
সবশেষে মমতা শঙ্কর বলেন, ‘একটা রান্নায় যদি আপনি অতিরিক্ত নুন বা মসলা দিয়ে দেন সেটা যখন ভালো লাগে না খেতে তেমনই একটি বাচ্চা যখন নাচ করছে তখন যদি সে বড়দের মতো এক্সপ্রেশন দেয় তখন সেটা মোটেই ভালো লাগে না।’
প্রসঙ্গত, সম্প্রতি বাঁকুড়ায় দুই দিনের ওয়ার্কশপে যোগ দিতে এসেছেন মমতা শঙ্কর। ওয়ার্কশপে প্রায় ১৮০ জন নৃত্য শিক্ষার্থী প্রশিক্ষণ পেয়েছেন। অভিনেত্রী থেকে। এই ওয়ার্কশপে নাচ এবং রিয়ালিটি শো নিয়ে প্রশ্ন করাতেই ফের নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।