প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হয়েছে। ফের এমনটাই দাবি করেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও।গত তিন মাসে প্রায় দু’ডজন বার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন খোদ ট্রাম্প। কিন্তু সংঘর্ষবিরতিরতে কৃতিত্বের ট্রাম্পের দাবি ইতিমধ্যেই নস্যাৎ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্র নরেন্দ্র মোদী ৷
সম্প্রতি সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা পর্বে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে তৃতীয় কোনও ব্যক্তি কিংবা কোনও দেশের ভূমিকা নেই ৷ তারপরেও মার্কিন বিদেশসচিব দাবি করেছেন, দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।বৃহস্পতিবার ইডব্লিউটিএন–এর ‘দ্য ওয়ার্ল্ড ওভার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, 'আমরা দেখেছি, ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু করে দিল। সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। পরে যেভাবে শান্তি স্থাপন হল সেটাও প্রেসিডেন্টেরই কাজ। সম্প্রতি থাইল্যান্ড-কম্বোডিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া, ডিআরসি (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) ও রুয়ান্ডা—যেখানে ৩০ বছরের যুদ্ধ, ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, আমরা সেখানে তাদের চুক্তি করাতে সক্ষম হয়েছি। ' রুবিওর কথায়, এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতেও মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে। তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র আরও শান্তি আনার চেষ্টা করছে। এরমধ্যে অবশ্যই সবচেয়ে বড় হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান।’
আরও পড়ুন-নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’! ডিক্লারেশনের চ্যালেঞ্জ, পাল্টা ক্ষেপণাস্ত্র রাহুলের
ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই কৃতিত্ব দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুধু মার্কিন প্রেসিডেন্টই নন, সম্প্রতি একই দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ৷ তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর গড়ে প্রত্যেক মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, ইরান-ইজরায়েল যুদ্ধ, রোয়ান্ডা-কঙ্গো যুদ্ধ, সার্বিয়া-কসোভো যুদ্ধ, মিশর-ইথিওপিয়া যুদ্ধ। ভারত-পাকিস্তান সংঘর্ষও থামিয়েছেন ট্রাম্প, এমনটাই দাবি করেন ক্যারোলিন। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেছেন।কোনও তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সে কথা সরাসরি স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী মোদী।সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, কোনও নেতার চাপে অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না-নিলেও অনেকের মতে, এতদিন ধরে ট্রাম্প ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন, তাই খারিজ করেছেন প্রধানমন্ত্রী মোদী। ঘটনাচক্রে, ঠিক তারপরেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন-নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’! ডিক্লারেশনের চ্যালেঞ্জ, পাল্টা ক্ষেপণাস্ত্র রাহুলের
উল্লেখযোগ্যভাবে, এপ্রিলে পাকিস্তানের উপর ২৯ শতাংশ কর ধার্য করেন ট্রাম্প ৷ বর্তমানে তা কমিয়ে ১৯ শতংশ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেছে ওয়াশিংটন ৷ দক্ষিণ এশিয়ার বৃহৎ তেল মজুদকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত তাঁর দেশ ৷