বর্তমান সময়ে যেখানে শুধু বড় অভিনেতাদের নামেই সিনেমা চলে, সেখানে মোহিত সুরির পরিচালনায় তৈরি ছবি 'সাইয়ারা' সিনেমাহলে চমক দেখাচ্ছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অহান পাণ্ডে ও অনীত পাড্ডা। ১৮ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি সিনেমাহলে মুক্তির ১ দিনের মধ্যেই কামাল করছে।
ছবিটি মুক্তির প্রথম দিনে ২০ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। এরপর শনিবার পর্দায় আহান পাণ্ডেকে দেখে হলেই গলা ফাটিয়েছেন সিনেপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যেখথানে দেখা যাচ্ছে অনুরাগীরা সিনেমাহলে ফোনের টর্চ জ্বালিয়ে লাইভ কনসার্টের মতো পুরো বিষয়টি উপভোগ করছেন।
'সাইয়ারা' ছবিটি দেখতে এসে দর্শকরা মুগ্ধ হচ্ছেন ছবির গল্প ও আবেগময় প্রেম কাহিনী দেখে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে অনুরাগীদের নানান ভিডিয়ো। সকলেই পর্দায় আহানকে দেখে বিষয়টি বেশ উপভোগ করছেন। সিনেমাহলের পুরো পরিবেশটা লাইভ কনসার্টের মতো তৈরি হয়েছে। বহু রেডিট ব্যবহারকারী লিখেছেন, তাঁরা বিশ্বাসই করতে পারছেন না যে 'সাইয়ারা' ছবির জন্য মানুষ এতটা পাগল হয়ে যেতে পারে।
একই সঙ্গে এক ব্যবহারকারী লেখেন, ‘এই গানটি যখন ছবিতে উঠে আসে, তখন তা এত অসাধারণ ভাবে দেখানো হয় যে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তো সিনেমা দেখতে দেখথতেই কাঁদতে শুরু করেছিলাম। লোকজন শিস দিচ্ছিল, চিৎকার করছিল। সম্ভবত যখন বিষয়বস্তু প্রত্যাশার চেয়েও ভাল হয়, লোকেরা এইভাবে প্রতিক্রিয়া জানায়।’
প্রসঙ্গত মোহিত সুরির 'সাইয়ারা' ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি, যেখানে অনন্যা পাণ্ডে খুড়তুতো ভাই অহান মুখ্য ভূমিকায় রয়েছেন। তঁর বিপরীতে মুখ্য নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অনিত পাড্ডা। ছবিটি ১৮ জুলাই মুক্তি পেয়েছে এবং আজ শনি-রবিবার ছবিটি জমিয়ে ব্যবসা করবে বলে মনে করছেন অনেকেই।