এখন চারিদিকে শুধু একটাই নাম, ‘ধুমকেতু’। ৯ বছর পর দেব এবং শুভশ্রীকে বড় পর্দায় দেখার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। সিনেমা মুক্তির আগে গত ২৪ জুলাই অনুপম রায়ের ‘মা’ গানটির মিউজিক লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
‘ধুমকেতু’ সিনেমার দ্বিতীয় গানের মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, রুদ্রনীল, কৌশিক গাঙ্গুলি সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে সহ অভিনেতা রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ হন দেব। দুই অভিনেতার মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও সহ অভিনেতার অভিনয় দক্ষতার কথা খুব সুন্দর ভাবে তুলে ধরেন দেব।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
দেব বলেন, ‘আমি বা আমাদের জেনারেশনের যে কোনও অভিনেতাকে যদি কাউকে দেখে মনে হয় যে আরেকটু প্র্যাকটিস করা প্রয়োজন, সে হল রুদ্র। আমাদের ইন্ডাস্ট্রি এই অভিনেতাকে ব্যবহারই করতে পারল না। কী অসম্ভব সুন্দর অভিনয়। পাগল করে দিয়েছে।'
দেব আরও বলেন, ‘ময়দান দেখে রাতেই আমি ওকে ফোন করেছিলাম। যদিও তার আগেই ও ঘাটাল নিয়ে আমায় বেশ কিছু কথা শুনিয়েছে, কিন্তু সেসব অন্য কথা। আমি ছবি দেখে ওকে ফোন করে বললাম, তুমি তো রীতিমতো ফাটিয়ে দিয়েছো।’
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
ধুমকেতু নিয়ে দেব বলেন, ‘এই ছবিতে ওর সঙ্গে অভিনয় দেখে আমি রীতিমতো কেঁদেছি। এমনকি আমার বয়স্ক চরিত্রের অভিনয়ে ও অনেকটা সাহায্য করেছে আমাকে। সত্যিই একজন পরিশ্রমই অভিনেতা যদি পাশে থাকে, তাহলে হয়তো এই ভাবেই সবকিছু সহজ হয়ে যায়।’
প্রসঙ্গত, দেব এবং রুদ্রনীলের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও একজন সহ অভিনেতাকে তাঁর প্রাপ্য সম্মান দিতে জানেন দেব। ব্যক্তিগত সমস্যাকে পাশে রেখে তিনি যে খুব সহজে সকলকে আপন করে নিতে পারেন, সেটা আরও একবার প্রমাণিত।